অবশেষে উড়ানের অনুমতি পেলো ফ্রান্সে আটকে থাকা বিমান,এবার দেশে ফেরার পালা…
After being stuck for 3 days, the plane stuck in France finally got permission to fly.

The Truth Of Bengal: ৩ দিন ধরে আটকে থাকার পর অবশেষে উড়ে যাওয়ার অনুমতি পেয়েছে ফ্রান্সে আটকে থাকা বিমান। চাটার্ড বিমানটি দুবাই থেকে নিকারাগুয়াগামীতে যাত্রা করার সময় ফ্রান্সের ভ্যাট্রি বিমান বন্দরে জরুরী অবতরণ করেছিল। অভিযোগ মানব পাচার সন্দেহে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে ৩০৩ ভারতীয় যাত্রীসহ আটকে রাখা হয়েছিল।
৩ দিন ধরে আটকে থাকার পর অবশেষে উড়ে যাওয়ার অনুমতি পেয়েছে ফ্রান্সে আটকে থাকা বিমান। চাটার্ড বিমানটি দুবাই থেকে নিকারাগুয়াগামীতে যাত্রা করার সময় ফ্রান্সের ভ্যাট্রি বিমান বন্দরে জরুরী অবতরণ করেছিল। অভিযোগ মানব পাচার সন্দেহে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে ৩০৩ ভারতীয় যাত্রীসহ আটকে রাখা হয়েছিল। উড়োজাহাজটিকে অবশেষে ওড়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। রবিবার ফরাসি কৌঁসুলিরা এ ছাড়পত্র দিয়েছেন। এয়ারবাসে ৩৪০ উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশে যাত্রা করেছিল।
২১ ডিসেম্বর জ্বালানি নিতে এটি ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করেছিল। এ সময় অজ্ঞাত সূত্র থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে বলা হয়, উড়োজাহাজটিতে মানব পাচারের শিকার মানুষেরা থাকতে পারেন। এ খবর পাওয়ার পর যাত্রীসহ উড়োজাহাজটিকে বিমানবন্দরে আটকে রাখা হয়। স্থানীয় প্রশাসকের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুই দিন ধরে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করার পর ফরাসি কৌঁসুলিরা উড়োজাহাজটিকে বিমানবন্দর ছাড়ার অনুমতি দিয়েছেন। যদিও বিবৃতিতে কোনো গন্তব্যস্থলের নাম উল্লেখ করা হয়নি; তবে স্থানীয় বার অ্যাসোসিয়েশনের প্রধান ফ্রান্সোয়া প্রোচুআয়া এক সংবাদ সম্মেলনে বলেন, যাত্রীরা ভারতে চলে যেতে পারেন।
Free Access