দেশ
Trending

ঝাঁজ বাড়ছে কুস্তিগীরদের আন্দেলনে, রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা অভিযুক্তের

Wrestlers' protest is growing, the accused is trying to give political color

The Truth Of Bengal: কুস্তিগীরদের আন্দোলনে ঝাঁজ বাড়ছে। ২৪-এর লোকসভা ভোটের আগে দেশের জাতীয় কুস্তিগীরদের এই আন্দোলনের জেরে বেকায়দায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ। তাই এবার  আন্দোলনকারীদের গায়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা অভিযুক্ত বিজেপি সাংসদের। ব্রিজভূষণ শরণ আন্দোলনকারী কুস্তিগীর সাক্ষী, বজরংকে কংগ্রেস ঘনিষ্ট বলে তোপ দেগেছেন।

বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন জারি রেখেছেন দেশের কুস্তিগীরদের একটা বড় অংশ। সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা লড়াই থেকে সরে না আসার শপথ নিয়েছেন। কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভষণ শরণ সিং ও তার ঘণিষ্টরা কোনওভাবেই যাতে কুস্তি সংস্থার পরিচালনায় থাকতে না পারেন তার জন্য যে কোন ধরনের আন্দোলনে নামতে পিছপা হচ্ছেন না। ব্রিজভূষণের ঘনিষ্ট সঞ্জয় সিং ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি হওয়ার পর থেকে তাদের আন্দোলনের জেদ আরো বেড়ে গিয়েছে। খেলা ছেড়ে দেওয়ার কথা জানিয়ে  দিয়েছেন সাক্ষী মালিক। দেশের অন্যতম শ্রেষ্ঠ সম্মান পদ্মশ্রী দিল্লির ফুটপাথে রেখে এসেছেন বজরং। দাবি তাদের একটাই, যৌন নির্যাতনে অভিযুক্তদের কোনভাবেই রাখা যাবে না সংস্থায়। তাদের আন্দোলনের ঢেউ এতোটাই আছড়ে পড়েছে যে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে নতুন করে ভাবনা চিন্তা শুরু করতে হয়েছে। নতুন গঠিত কুস্তি সংস্থা ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ সংস্থার সভাপতির পদ থেকে অপসারিত হতে হয়েছে বিজেপি সাংসদ ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে। সাক্ষী, বজরংদের আন্দোলনের জেরে যথেষ্টই ব্যাকফুটে প্রাক্তন এই কুস্তি কর্তা। লোকসভা নির্বাচন সামনে। কুস্তিগীরদের আন্দোলনের জেরে দেশবাসীর কাছে নিন্দিত একটি নাম ব্রিজভূষণ।

২৪-এর লোকসভা নির্বাচনে ব্রিজভূষণ ফের দলীয় টিকিট পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার নিজেকে বাঁচাতে কুস্তিগীরদের আন্দোলনে রাজনৈতিক রং লাগানোর চষ্টা শুরু করেছেন এই বিজেপি সাংসদ। কুস্তিগীরদের এই আন্দোলনে কংগ্রেসের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন অভিযুক্ত এই বিজেপি সাংসদ। ব্রিজভূষণের মন্তব্য, আন্দোলনকারী কুস্তিগীরেরা কংগ্রেসের কোলে বসে প্রতিবাদ করছে। অরাজনৈতিক  আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার আপ্রাণ চেষ্টা শুরু করেছেন অভিযুক্ত এই সাংসদ। আন্দোলনকারীদের পাশে থেকেছে প্রথম থেকেই দেশের বিভিন্ন রাজনৈতিক দল। প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে দেশের বিরোধী বিভিন্ন দলের নেতানেত্রীরা দেখা করেছেন আন্দোলনকারীদের সঙ্গে।  আর এটাকেই হাতিয়ার করে আন্দেলনে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা অভিযুক্তের। অবশ্য, আন্দোলনকারীরা সরাসরি রাজনৈতিক যোগ উড়িয়ে দিয়েছেন।

Free Access

Related Articles