মালদায় দলীয় পতাকা লাগানোর বিবাদে তৃণমূল-সিপিএমের সংঘর্ষ, দুপক্ষের আহত
Trinamool-CPM Clash

The Truth of Bengal: মালদার মোথাবাড়ি থানার উত্তর পঞ্চানন্দপুর এলাকায় দলীয় পতাকা লাগানোর বিবাদে তৃণমূল-সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উত্তর পঞ্চানন্দপুর এলাকায় তৃণমূল এবং সিপিআইএম কর্মীদের মধ্যে দলীয় পতাকা লাগানোর বিষয়ে বিবাদ হয়।
এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।সংঘর্ষে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য রথীন সরকার এবং তার বাবা শ্যামল সরকার আহত হন। তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ উঠেছে এলাকার সিপিআইএম কর্মী বাপি সরকার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।
অন্যদিকে বাপি সরকারের পাল্টা অভিযোগ, তৃণমূল সদস্য এবং তার দলবল তাদের মারধর করেছে। আক্রান্ত বাপি সরকারও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।