বিনোদন

প্রিয়াঙ্কা আর পরিণীতি লোক দেখানো ভালো মানুষ! দাবি করলেন তাদের বোন মীরা

 

এক দিদি হলে ভারতের খ্যাতনামা অভিনেত্রী শুধু ভারতেরই নন সারা বিশ্বের। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ইতিমধ্যেই বলিউডের তাবোড়-তাবোর অভিনেতাদের মধ্যে নাম লিখিয়ে ফেলেছেন। অপরদিকে আবার প্রিয়াঙ্কার বোন পরিনিতিও কম জনপ্রিয় নন। চোপড়া পরিবারের দুই বোন সফল অভিনেত্রী।

কয়েকদিন আগেই প্রিয়াঙ্কা পরিনিতি চোপড়ার বোন মন্যরা চোপড়া, প্রকাশে এনেছে তার দুই বোনের সম্পর্ক। তিনি এই মুহূর্তে বিগ বস সতেরোর প্রতিযোগী। এবারে তাদের বোনের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আরো এক বোন মীরা চোপড়া।

তিনি জানালেন তার দুই দিদি যথেষ্ট সফল অভিনেত্রী তবে বোন হিসাবে তিনি কোন সাহায্য পাননি তার দিদিদের কাছ থেকে।

Related Articles