বিনোদন

খুব ভালো লেগেছে ডাঙ্কি, পাপারাজ্জিদের কথা শুনে কী বললেন শাহরুখ?

 

বলিউডের কিং খানের চার বছর পর বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর ‘ডাঙ্কি’ দিয়ে আবারও বলিউডে আধিপত্য বিস্তার করেছেন তিনি। গত ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। প্রথম দিনের নিরিখে ছবিটি বক্স অফিসে ভালো ফল করেছে। প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।

‘ডাঙ্কি’ মুক্তির দিন আলোকচিত্রীদের মুখোমুখি হন শাহরুখ। ছবিটি দেখে তাঁর প্রশংসা করেন আলোকচিত্রীরা। শাহরুখও সেই প্রশংসার জবাবে বলেন, ‘‘দোস্ত, আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগে।’’

ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পন্নু। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি।

গত কয়েক মাস ধরে শাহরুখ পাপারাজ্জিদের এড়িয়ে চলছিলেন। ‘পাঠান’ ছবির শুটিংয়ের সময় থেকেই তিনি আলোকচিত্রীদের ছবি তোলায় আপত্তি জানিয়েছিলেন। তবে ‘ডাঙ্কি’ মুক্তির দিন সেই রীতি ভাঙলেন তিনি।

বৃহস্পতিবার ছিল প্রযোজক আনন্দ পণ্ডিতের জন্মদিন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ। অনুষ্ঠান শেষে আলোকচিত্রীদের সামনে এসে পোজ দেন তিনি। খোশমেজাজে দেখা মিলল শাহরুখের।

শাহরুখের এই খোশমেজাজ দেখে ভক্তরাও খুশি হয়েছেন। তারা আশা করছেন, ‘ডাঙ্কি’র সাফল্যের পর শাহরুখ ভবিষ্যতে আরও বেশি করে দর্শকদের সামনে আসবেন।

Related Articles