প্রযুক্তি
Trending

বিদ্যুৎচালিত ফোল্ডেবল স্কুটার! সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪ কিলোমিটার…

Electric foldable scooter! The maximum speed is 24 km per hour

The Truth Of Bengal, Mou Basu: বৈদ্যুতিক গাড়ির জগতে প্রতিদিন বদল ঘটছে। নানান রকম মডেলের উদ্ভাবনের সাক্ষী আমরা প্রতিদিন থাকছি। বৈদ্যুতিক গাড়ির জগতে নজির তৈরি করেছে আরমা বৈদ্যুতিক স্কুটার। বিদ্যুৎচালিত এই স্কুটার ফোল্ডেবল অর্থাৎ যা মুড়ে নিয়ে যাওয়া যাবে এবং তাও এ৪ সাইজের পেপারের মতো ফোল্ড করা যাবে।

সাইজে ছোট হলেও কাজে দারুণ পারদর্শী এই আরমা বৈদ্যুতিক স্কুটার। এর রেঞ্জ ১৪.৫ কিলোমিটার। সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪ কিলোমিটার। অভিনব ডিজাইনের ছোট্ট এই বৈদ্যুতিক স্কুটারের ওজন মাত্র ৪.৫ কেজি। এই স্কুটার গুটোতে সময় লাগে মাত্র ৩০ সেকেন্ড।

পরিবেশবান্ধব এই স্কুটার বিদ্যুতে চলে বলে এর থেকে জিরো এমিশন হয়। অর্থাৎ দূষণসৃষ্টিকারী কোনো গ্যাস নির্গত হয় না। তবে এখনো প্রোটোটাইপ পর্যায় আছে আরমা বৈদ্যুতিক স্কুটার। বাণিজ্যিক উৎপাদন শুরু হয়নি। আরমা বৈদ্যুতিক স্কুটারের মতোই হন্ডা সংস্থা ‘মোটোকম্প্যাক্টো’ নামে একটি ফোল্ডেবল বৈদ্যুতিক স্কুটার বাজারজাত করেছে।

Free Access

Related Articles