
The Truth of Bengal: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বৃহস্পতিবার জঙ্গিদের হামলায় ৫ সেনা শহিদ হয়েছেন। জানা গিয়েছে, পুঞ্চের ডেরা কি গলি এলাকায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার চলছিল। সেই সময় সেনার একটি ট্রাকে গুলিবৃষ্টি চালায় জঙ্গিরা। আহত জওয়ানদের উদ্ধার করতে বিশেষ বাহিনীও পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত ৫ জওয়ানকে বাঁচানো যায়নি।
সেনা সূত্রে খবর, বুধবার রাত থেকেই পুঞ্চের ডেরা কি গলি এলাকায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার শুরু হয় সেনার। বৃহস্পতিবার বিকেলে সেনার দুটি ট্রাক লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। আহত জওয়ানদের সঙ্গে যোগাযোগ করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত বহু চেষ্টা করে আহত জওয়ানদের কাছে অ্যাম্বুল্যান্স পৌঁছনো হয়। তবে শেষরক্ষা হয়নি।
৫ সেনাকর্মীর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ভারতীয় সেনার তরফে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শোকপ্রকাশ করে বলেন, “পুঞ্চে যে ঘটনা ঘটেছে তাতে আমি মর্মাহত। সেখানে একটি ট্রাকে আগুন লেগে যাওয়ায় সাহসী জওয়ানদের হারাতে হয়েছে ভারতীয় সেনাকে।