মেসি-নেইমার শূন্য দল ,সেই জুতোয় কি পা গলাবেন এমবাপে ?
Mbappe had sent the club authorities to renew his contract until 2024 but did not sign it

The Truth OF Bengal: মেসি-নেইমার চলে গেছেন । সেই জুতোয় কি পা গলাবেন এমবাপে ? এই প্রশ্নটাই বড় হয়ে উঠেছিল । কারণ অবশ্য্ই কতৃপক্ষের সঙ্গে বিবাদ । সে্ই জল্পণায় জল ঢেলে এমবাপে রয়েছেন পিএসজিতে । আর এ বিষয়ে এবার কোচ এনরিকে মুখ খুললেন । জানালেন সব কিছুর অবসান হয়েছে। এবার একসঙ্গে পরবর্তী ম্যাচের চিন্তাভাবনায় রয়েছেন সকলে।
লিও মেসি , নেইমার আগেই ক্লাব ছেড়েছে । তারমাঝেই এমবাপেকে নিয়েও ছিল জল্পণা । তার মাঝেই এমবাপে ক্লাবে থাকবেন কিনা তা নিয়ে শুরু হয়েছিল জল্পণা । ২০২৪ সাল পর্যন্ত চুক্তি পুনর্নবীকরণ করার জন্য ক্লাব কর্তৃপক্ষ পাঠিয়েছিল কিন্তু তাতে স্ই করেননি এমবাপে । জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল । কোচের সঙ্গে ঝামেলাতেও জড়িয়েছিলেন । যদিও সব কিছু শেষে এমবাপে থেকে গেলেন পিএসজিতে । এখন খেলছেন পুরোদমে । এমবাপের সঙ্গে কোচ লুইস এনরিকের মনোমালিন্য চরমে পৌঁছেছিল । এখন সব কিছু স্বাভাবিক রয়েছে । সেই অবস্থাতেই এবার কোচ এনরিকে খুললেন মুখ । ৫৩ র স্প্যানিশ কোচ এবিষয় টাকেই দিলেন উড়ইয়ে । এক সাক্ষাৎকারে বর্ষীয়ান এই কোচ বলেছেন সব কিছুর অবসান শেষে একসঙ্গে পরবর্তী ম্যাচের চিন্তাভাবনায় রয়েছেন সকলে । আসলে পিএসজি এমবাপেকে ছাড়তে চায় না ।
এর আগেই জানা গিয়েছিল , এমবাপেকে বিক্রি করার ভাবনা ছিল পিএসজির । এ মরসুমে দুর্দান্ত ছন্দে আছেন এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে করেছেন ১৯ গোল করে পিএসজিতে নজির গড়েছেন । সতীর্থদের দিয়ে করিয়েছেন ২টি। এর আগে যখন জল্পণা ছড়িয়েছিল তখন এমবাপে যদি ক্লাব ছাড়তেন তাহলে তিনি যেতে পারতেন রিয়াল মাদ্রিদে। কারণ রিয়াল মাদ্রিদ এমবাপেকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন দীর্ঘদিন ধরে । সবকিছু ছাপিয়ে গিয়ে কোচ এনরিকের সঙ্গে একত্রে কাজ করছেন এমবাপে ।
Free Access