বিনোদন

বিয়ের পরেই বউকে নিয়ে অ্যানিমাল দেখতে ছুটলেন সৌরভ! হতবাক সকলে

 

গত ১৫ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী দর্শনা বাণিক। বিয়ের পর ব্যস্ততার কারণে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমাটি দেখা হয়নি তাদের। বিয়ের পর কিছুটা সময় পেয়েই এই সিনেমাটি দেখার সিদ্ধান্ত নেন তারা।

কিন্তু বিয়ের পরের দিন সৌরভের বাড়ি থেকে দর্শনার জন্য আনা হয় শুধুমাত্র শাড়ি। অন্য কোনও পোশাক আসেনি। তাই বর সৌরভের পোশাক পরেই সিনেমা হলে হাজির হন দর্শনা।

দর্শনা জানান, তার কাছে একটি জ্যাকেট ছিল। তাই ঠান্ডা থেকে বাঁচতে জ্যাকেট পরেই তিনি সিনেমা দেখেছেন। সিনেমা দেখার সময় দুজনের মধ্যে খুনসুটি চলছিল। বিরতির সময় পপকর্ন এবং ঠান্ডা পানীয়ও কিনে নেন তারা।

দুজনেরই রণবীর কাপুরের অভিনয় খুব ভালো লেগেছে। তারা পরের সিনেমা দেখার ভ্লগও করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

দর্শনা জানান, বিয়ের পরের এই প্রথম মুভি ডেটে তিনি খুব ভালো সময় কাটিয়েছেন। সৌরভের সঙ্গে তার সম্পর্ক আরও মজবুত হয়েছে।

Related Articles