‘ইউক্রেন বাহিনীতে আরও সেনা চান’,কিয়েভে সম্মেলনে জানান জেলেনস্কি
"Ukraine wants more troops", said Zelensky at the conference in Kiev

The Truth of Bengal: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জর্জরিত ইউক্রেন। এই দুই দেশের সংঘাতের দুই বছর পূর্তির প্রাক্কালে ইউক্রেন বাহিনী আরও পাঁচ লাখ মানুষকে সেনা কার্যক্রমে দেখতে চায় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার কিয়েভে যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন জেলেনস্কি। তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনের সেনাবাহিনীতে কমান্ডাররা আরও সাড়ে চার থেকে পাঁচ লাখ সেনাসদস্য চান। এই বিষয়টিকে সংবেদনশীল ও ব্যয়বহুল বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট।
এদিকে রাশিয়া-ইউক্রেন লড়াইয়ে অর্থনৈতিক দিক থেকে ধুঁকছে ইউক্রেন। সেক্ষেত্রে সেনাবাহিনীতে নিয়োগ বাড়াতে হলে সেটা বেশ ব্যয়বহুল। এমনকি সবদিক থেকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে অনেক জটিল পরিস্থিতিতে রয়েছে ইউক্রেন। নতুন সহায়তা তহবিল পেতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে অনিশ্চয়তার খবর আসছে। চলতি মাসের শুরুতে মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলারের একটি যুদ্ধ সহায়তা প্যাকেজ আটকে দেয় রিপাবলিকানরা।
এরপর গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের ৫০ বিলিয়ন ইউরোর একটি তহবিল আটকে দিয়েছে হাঙ্গেরি। যদিও ইউরোপের নেতারা বলে যাচ্ছেন, ইউক্রেনে সহায়তা বন্ধ করা হবে না। এমনই প্রেক্ষাপটে কোনও পরিস্থিতিতেই যুদ্ধ থামাতে রাজি নয় জেলেনস্কি। তিনি এই লড়াই চালিয়ে যাবেন। এছাড়াও কিয়েভে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে জেলেনস্কিকে সাংবাদিকদের প্রশ্ন ইউক্রেন কী যুদ্ধে হারার পর্যায়ে চলে এসেছে? এই প্রশ্নের জবাবে জেলেনস্কি দৃঢ় কণ্ঠে জানিয়েছে– ‘না’। অর্থ্যাত্ পরিস্থিত যতই অপ্রতিকূল হোক যুদ্ধ অব্যাহত রাখতে চান তিনি।
Free Access