বিনোদন

ডাঙ্কি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ফিল্ম! জানালেন শাহরুখ

 

সিনেমার প্রচারের জন্য দুবাইয়ে উড়ে গিয়েছেন শাহরুখ খান। সেখানেই ‘ডাঙ্কি’ রিলিজের ২ দিন আগে বোমা ফাটালেন বাদশা। শুরুতেই বলে দিলেন, “এখনও পর্যন্ত আমার কেরিয়ারের
অপেক্ষার আর মাত্র ৩ দিন। প্রেক্ষাগৃহে আসছে ‘ডাঙ্কি’। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর এবার এই ছবির খেলা দেখানোর পালা! তেইশে এমনিতেই শাহরুখ খানের বৃহস্পতি তুঙ্গে। আট মাসের ব্যবধানে দুটো ব্লকবাস্টার সিনেমা। বছরের শেষে এবার ‘ডাঙ্কি’-র মাধ্যমে আরেকটি হিট উপহার দিতে চাই দর্শকদের।”

এরপর শাহরুখ খান ‘ডাঙ্কি’-র গল্পের কিছু ঝলক শেয়ার করলেন। তিনি বললেন, “‘ডাঙ্কি’-র গল্প মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে। আমার চরিত্র একজন সাধারণ মানুষের, যার জীবনে অনেক চড়াই-উৎরাই আসে। ছবির গল্পে সেই চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে তার জীবনের পরিবর্তন দেখানো হয়েছে।

‘ডাঙ্কি’-র পরিচালক রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিয়া মির্জা, বোমান ইরানি এবং ভিকি কৌশল।‘ডাঙ্কি’ মুক্তি পাবে ২১ ডিসেম্বর।

Related Articles