
The Truth of Bengal: ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে প্রায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল তামিলনাড়ু। সেই বিভীষিকা ফের ফিরে এল শীতের মধ্যে। আবার ফের বন্যার কবলে দক্ষিণের এই রাজ্য। রবিবার থেকে দক্ষিণ তামিলনাড়ুর তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় অতি ভারী বৃষ্টি হওয়ায় বন্যা দেখা দিয়েছে। তুতিকোরিন জেলার তিরুচেন্দুরে মাত্র ১৫ ঘন্টায় ৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিরুনেলভেলি জেলার পালায়ামকোট্টাইয়ে ২৬০ মিলিমিটার, কন্যাকুমারীতে ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখনও মুষলধারে বৃষ্টি অব্যাহত। বন্ধ স্কুল-কলেজ, বাতিল ট্রেন-বিমান।
শনিবার ভোর থেকেই নাগাড়ে বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুর দক্ষিণের চার জেলা তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাশি এবং কন্যাকুমারীতে। সেইসঙ্গে বিপদ এড়াতে বিভিন্ন জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। বৃষ্টির জল ও বাঁধ থেকে ছাড়া জলে জেলাগুলির অধিকাংশ শহরে এখন হাঁটু সমান জল। পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। জেলাশাসকদের বাঁধগুলিতে জলের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রাণ ও উদ্ধারের জন্য মন্ত্রী এবং সিনিয়র আমলাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বন্য বিধস্ত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়।
উদ্ধারকার্য চালানোর জন্য তিরুনেলভেলি এবং তুতিকোরিন জেলায় পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল। হাতে হাত মিলিয়ে কাজ করছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কিছু দিন আগে ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে বন্যায় ভেসে গিয়েছিল তামিলনাড়ুর রাজধানী চেন্নাই এবং নিকটবর্তী জেলাগুলি। এবার শীতের মাঝে ফিরে এল সেই স্মৃতি।