বিনোদন

ঋতুস্রাবকালীন সবেতন ছুটি দেওয়া উচিত, প্রকাশ্যেই স্মৃতি ইরানির বিরোধ করলেন কঙ্গনা!

 

ভারতের কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ঋতুস্রাব কোনও প্রতিবন্ধকতা নয়। সুতরাং ঋতুস্রাব চলাকালীন সবেতন ছুটির কোনও প্রয়োজন নেই।

এই কথার প্রতিক্রিয়ায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত বলেছেন, “কর্মরত মহিলা, এই শব্দটা একটা কথার কথা মাত্র, মানব সভ্যতার ইতিহাসে একজন নারীও বিনা কাজে থাকেননি। চাষাবাদ থেকে বাড়ির কাজ থেকে বাচ্চাদের মানুষ করা, মহিলারা সবসময় কাজ করেন এবং দেশ, জাতি, পরিবারের প্রতি তাঁদের কর্তব্যের মাঝে কেউ আসতে পারে না। সুতরাং কোনও মেডিক্যাল কন্ডিশন ছাড়া মহিলাদের ঋতুস্রাবের জন্য কোনও সবেতন ছুটির প্রয়োজন নেই। প্লিজ বোঝার চেষ্টা করুন, এটা ঋতুস্রাব মাত্র, কোনও অসুস্থতা বা প্রতিবন্ধকতা নয়।”

কঙ্গনা আরও বলেন, “আমরা যদি মহিলাদের সমান অধিকারের কথা বলি, তাহলে আমাদের ঋতুস্রাবকেও স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। ঋতুস্রাবকে কোনও অসুস্থতা বা প্রতিবন্ধকতা হিসেবে দেখা উচিত নয়। এটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাই ঋতুস্রাবের জন্য সবেতন ছুটি দেওয়ার প্রস্তাব করাটা হাস্যকর।”

Related Articles