
The Truth of Bengal: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে পারবেন না শামি । কারণ তার পায়ের চোট রয়েছে। বেশ কিছুদিন আগেই বিসিসিআই এর তরফ থেকে বলা হয়েছিল চোট অনেকটাই সেরে গিয়েছে এবং তিনি ফিরবেন। ২৬ তারিখ থেকে শুরু হওয়া এই ম্যাচে শামীর পরিবর্ত হিসেবে কে থাকবেন তাও এখনো স্পষ্ট করে বলা হয়নি বোর্ডের তরফে। বোর্ডের তরফে কিছুদিন আগে বলা হয়েছিল তিনি চোট থেকে সেরে উঠেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে পারেন। কিন্তু এবার স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো নামবেন না শামি ।
গোড়ালিতে চোট রয়েছে তার। সেই চোট নিয়ে বিশ্বকাপ খেলেছিলেন। তারপর থেকে ছুটিতে রয়েছে মাঝে চোটের চিকিৎসা করলেও এখনো পুরোপুরি ম্যাচ ফিট হতে পারেন নি। এবারের ওডিআই বিশ্বকাপে শামি সবথেকে বেশি উইকেট শিকার করেছেন। যদিও প্রথম দিকের ম্যাচগুলোতে শামীকে কে নেওয়া হয়নি। পরের দিকের ম্যাচগুলোতে শামীকে নেওয়া হয়। আর তখনই তিনি তার দাপট দেখাতে থাকেন। একের পর এক ম্যাচ একের পর এক উইকেট শিকার।
সাত ম্যাচে শামী ২৪ টি উইকেট শিকার করেছিলেন। দক্ষিণ আফ্রিকার সফরে তার মত এত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় না থাকাটা টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা। দক্ষিণ আফ্রিকা সফরে শামীকে পাওয়া না গেলেও ইংল্যান্ড সফরে ভারতের মাটিতেই তাকে পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে ততদিনে তিনি ম্যাচ ফিট হয়ে উঠবেন। না থাকলেও এই জায়গায় থাকতে পারেন শার্দুল মুকেশ সিরাজ দের মতো খেলোয়াড়রা । তার চোট নিয়ে যথেষ্ট উদ্বেগে ছিল বোর্ড কর্তারা । এবার তিনি যাবেন জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব প্রক্রিয়ার জন্য।