রাজনীতি

ফের বিতর্কিত মন্তব্য দিলীপের,’ভাড়াটে লোক’ ঢোকানোর তত্ত্ব

Dilip's controversial comments

The Truth of Bengal: সংসদ হামলার ঘটনায় তোলপাড় দিল্লির রাজনীতি। সোমবার পর্যন্ত সংসদের দুই কক্ষেই অধিবেশন মুলতবি করা হয়েছে। মৌনব্রত ভঙ্গ করে সংসদে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রীকে, দাবি জানিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। তাণ্ডবের ঘটনায় তদন্তে  উঠে আসছে নতুন নতুন তথ্য। ঘটনার পুনর্নির্মাণ করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এদিকে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সংসদ হামলা নিয়ে নির্লজ্জ রাজনীতির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিরোধীদের প্রশ্ন, ভিজিটর্স লেটার দেওয়া বিজেপি সাংসদকে কেন ধরা হচ্ছে না? এরই মধ্যে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য।অভিযুক্তদের আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। হামলায় অভিযুক্তরা সংসদের ভিতরে ঢুকেছিল বিজেপি সাংসদ প্রতাপ সিমহার ভিসিটর্স লেটার নিয়ে।

কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না? সরব তৃণমূল নেতৃত্ব।এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের নেতারা কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে। প্রশ্ন তুলেছে, অভিযুক্তের কলকাতা-বিহার-হরিয়ানা-দিল্লি যোগ খোঁজা হলেও কেন ছাড় পেয়ে যাচ্ছেন বিজেপি সাংসদ? অভিযুক্তদের সংসদে ঢোকার পাস দেওয়া বিজেপির সাংসদ প্রতাপ সিমহার গ্রেফতারের দাবির পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতির দাবিও জানিয়েছে বিরোধীরা।

Related Articles