বিনোদন
Trending

ব্ল্যাক আউটফিটে ড্যান্স ফ্লোর কাঁপাল স্কোয়াড্রন লিডার,

Fighter Movie New Song Sher Khul Gaye

The Truth Of Bengal: হৃত্বিক রোশন ও দীপিকার পাডুকোনের নতুন ছবি ফাইটার। ছবিতে বায়ুসেনার অফিসার “প্যাটি”র চরিত্রে দেখা যাবে হৃত্বিক ও “মিন্নি”র চরিত্রে দীপিকাকে। কিছুদিন আগে ছবির ট্রেলার মুক্তির পর এবার রিলিজ হল ছবির প্রথম গান ‘শের খুল গায়ে’। আর এই গানে ব্ল্যাক আউটফিটে ড্যান্স ফ্লোর কাঁপাল স্কোয়াড্রন লিডার “প্যাটি” এবং “মিন্নি”।

হৃত্বিক রোশন মানেই ডান্স ফ্লোরে আগুন , তাঁর সঙ্গে আবার দোসর দীপিকা। শুধু এখানেই শেষ নয়, রয়েছেন অনিল কাপুরের বিশেষ চমকও। পুরোদস্তুর পার্টি সং যেন বড়দিন এবং নিউ ইয়ারের জন্য একেবারেই পারফেক্ট। হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এমনকি করণ সিং গ্রোভারকে নাচতে দেখা যাচ্ছে জমিয়ে। কোনও নাইট ক্লাবে তাঁদের এই গানটির শুট হয়েছে যে সেটা স্পষ্ট। সঙ্গে গানে এক ঝলক দেখা মিলল বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরেরও। মুক্তি পেতে না পেতেই নজর কেড়েছে গানের হুক স্টেপ।

Free Access

Related Articles