
The Truth of Bengal: দিল্লিসহ গোটা উত্তর ভারত জুড়ে বইছে শীতের তীব্র ঠাণ্ডা হাওয়া। শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীতের মরশুমে সবচেয়ে শীতলতম দিন দিল্লিতে। দিল্লির শীত হার মানিয়েছে সিমলাকেও। সিমলায় শুক্রবার উষ্ণতা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
দিল্লির তাপমাত্রা চলতি সপ্তাহে ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাঘুরি চলছিল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজধানীতে তীব্র শীত পড়লেও কমছেনা বায়ু দূষণের মাত্রা। সাত সকাল থেকেই দিল্লির সর্বত্র ঢেকে রয়েছে ঘন কুয়াশাই।
যার কারণে ব্যাহত হচ্ছে একাধিক রাস্তায় যান চলাচল। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী দিল্লির দূষণের মাত্রা ২৫০ এর উপরে যা নিয়ে বেশ চিন্তিত পরিবেশ বিজ্ঞানীরা।
কেবল দিল্লি না দিল্লির পাশাপাশি উত্তর পূর্ব ভারতের একাধিক এলাকা যেমন পাঞ্জাব, অসম, মেঘালয়, ত্রিপুরা, বিহার উত্তরপ্রদেশে বেশ জাঁকিয়ে শীত অনুভব করতে পারছেন এলাকাবাসী।
দিল্লিবাসী তীব্র শীতের কারণে বেশ দুর্ভোগ পোহাচ্ছেন। সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হতে না পারছেন অনেকেই। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ঠান্ডার কারণে সমস্যায় পড়েছেন।
পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, দিল্লির বায়ু দূষণের মাত্রা তীব্র শীতের কারণে আরও বাড়তে পারে। তাই এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।