বর্ধমান রেল স্টেশনে দুর্ঘটনার পর আহতদের দেখতে রাজ্যপাল, ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস
Governor visits the injured

The Truth of Bengal: বর্ধমান রেল স্টেশনের ২-৩ নম্বর প্লাটফর্মে জল ট্যাংক ভেঙে পড়ার ঘটনায় আহতদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল এমএস ভিপি এবং জেলা প্রশাসনের আধিকারিকরা। রাজ্যপাল আহতদের দেখতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের পরিবারের পাশে থাকতে সরকারের আশ্বাস দেন। রাজ্যপাল বলেন, “আহতদের চিকিৎসার জন্য সরকার যা যা প্রয়োজন তা করবে। তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।”রাজ্যপালের এই প্রতিক্রিয়ার পর বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস কটাক্ষ করেন। তিনি বলেন, “রাজ্যপাল বিজেপির মুখপাত্র।
বিজেপির হয়ে তিনি কথা বলেন।” গত বুধবার দুপুরে বর্ধমান রেল স্টেশনের ২-৩ নম্বর প্লাটফর্মে জল ট্যাংক ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জলের চাপের কারণে ট্যাংকটি ভেঙে পড়েছে।