
The Truth of Bengal: টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিকের বিয়ে কাল, ১৫ ডিসেম্বর। বেশ কিছু দিন ধরে প্রেম পর্বের পর কাল বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেতা-অভিনেত্রী। বিয়ের খুঁটিনাটি বিষয়ে থাকছে নতুনত্ব। বর আর কনের ছবি আঁকা গাছকৌটো হাতে নিয়ে বিয়ে করতে বসবেন নায়িকা।
খানিকটা ‘বলিউডি চমক’ বলা যেতেই পারে। শোনা যাচ্ছে, বিয়ের দিন তাঁর পরনে থাকবে রুপোর কাজ করা বেনারসি শাড়ি। আজ সকাল থেকেই সৌরভ দাসের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে। আলোয় সেজে উঠেছে বাড়ির চারপাশ। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টলিপাড়ার অনেক তারকা।
১৪ ডিসেম্বর ছিল আইবুড়োভাত। এ দিনই বৃদ্ধির অনুষ্ঠান সারলেন নায়িকা। লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন নায়িকা। আমেরিকা থেকে এসেছেন তাঁর দাদারা। তবে বিয়ে প্রসঙ্গে কোনও কথাই বলতে রাজি নন দর্শনা-সৌরভের কেউই।