বিনোদন
একাধিকবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন মনোজ, কিন্তু শেষ মুহূর্তে কিভাবে নিজেকে বোঝান তিনি?

বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF 2023) এসে একটি বিস্ফোরক তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি একসময় আত্মহত্যা করার কথা ভেবেছিলেন।
মনোজের কথায়, “আমি ছোটবেলা থেকেই অভিনেতা হতে চেয়েছিলাম। কিন্তু ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রবেশিকা পরীক্ষায় প্রথমবার ব্যর্থ হওয়ার পর আমি ভেঙে পড়েছিলাম। মনে হয়েছিল, আমার জীবনের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। আমি আর কিছু করতে পারব না। এমনকি নিজের বাড়িতেও ফিরতে পারছিলাম না। বন্ধুরা আমাকে সামলে রেখেছিল। কিন্তু একসময় মনে হয়েছিল, সবকিছু শেষ করে দেওয়াই ভালো।”