আপনিও ঢুকতে পারেন সংসদে, ‘অতিথি’ হয়ে গ্যালারিতে বসার নিয়ম কী?
What are the rules for being a guest in Parliament

The Truth of Bengal: কড়া নিরাপত্তা থাকলেও অতিথি পাস নিয়ে যে কেউ প্রবেশ করতে পারেন সংসদে। সংসদের নিয়ম অনুযায়ী, প্রবেশপত্র বা অনুমতিপত্র থাকতে হবে। অধিবেশন কক্ষের উঁচু গ্যালারিতে বসে দেখার সুযোগ আছে লোকসভা, রাজ্যসভার অধিবেশন। তবে যে কোনও জায়গা থেকে এই পাস পাওয়া যায় না। কোনও সাংসদের কাছ থেকে নিতে হয় অতিথি পাস।
অতিথি পাস নিয়ে বুধবার সংসদে প্রবেশ করেছিল হানাদাররা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সংসদে ঢোকার যে প্রবেশপত্র উদ্ধার হয়েছে তাতে লেখা রয়েছে কর্নাটকের এক সাংসদের নাম। কর্নাটকের ওই বিজেপি সাংসদের নাম প্রতাপ সিমহা। সেই বিজেপি সাংসদের ইস্যু করা পাস দেখিয়ে সংসদে প্রবেশ করে হানাদাররা। সাংসদদের অতিথিরা গ্যালারিতে বসে অধিবেশন দেখতে পান। এটাই প্রচলিত রীতি। তবে ওই হানাদারদের কাছ থেকে যে স্মোক ক্র্যাকার উদ্ধার হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপত্তা বলয় ভেদ করে কী করে তারা এই জিনিস নিয়ে সংসদে প্রবেশ করে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী সাংসদরা।
কীভাবে বিজেপি সাংসদ প্রতাপ সিমহার পাস হাতে পায় হামলাকারীরা? কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে স্মোক ক্র্যাকার নিয়ে ভেতরে পৌঁছয় অভিযুক্তরা? তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি জানিয়েছেন, ‘দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। তবে আমদের চিন্তা ছিল ওই ধোঁয়া নিয়ে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেই ধোঁয়ায় বিশেষ কোনও কিছু ছিল না। প্রতিবাদ করার জন্যই ব্যবহার হয়েছিল। ফলে আতঙ্কের কারণ নেই।‘ গোটা ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে দিল্লি পুলিশ।