
The Truth of Bengal: বর্তমানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আফিম উৎপাদনকারী দেশ মায়ানমার। তালিবান শাসিত আফগানিস্তানকে আফিম উৎপাদনে পিছনে ফেলে দিয়েছে মায়ানমার। রাষ্ট্রপুঞ্জের এক প্রতিবেদনে এমনই তথ্য দেওয়া হয়েছে। চলতি বছরে রাষ্ট্রপুঞ্জের মাদক ও অপরাধমূলক সমীক্ষা অনুযায়ী মায়ানমারে ১ হাজার ৮০ মেট্রিক টন আফিম উৎপাদন হয়েছে।
মায়ানমারের লাওস ও থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চল গোল্ডেন ট্রাইঅ্যাঙ্গেলে বহু আগে থেকেই আফিম উৎপাদন ও পাচার সবই চলছে রমরমা ভাবে । মূলত মায়ানমারের মেথামফেটামিনে সবচেয়ে বেশি আফিম উৎপাদন হয়। অন্যদিকে তালিবান সরকার আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকেই দেশের আফিম উৎপাদন এখন প্রায় বন্ধের পথে। ২০২১ সালে সরকার স্থাপনের পরের বছরই অর্থাৎ ২০২২ সালে আফগানিস্তানে পোস্ত চাষ নিষিদ্ধ করে দেয় তালিবান সরকার। ফলে জাতিসংঘ সূত্রে খবর দেশটিতে প্রায় ৯৫ শতাংশ কমে গেছে আফিম উৎপাদন।
গত বছর দেশটিতে পোস্ত চাষ হয়েছিল ২ লাখ ৩৩ হাজার হেক্টর জমিতে। যা কমে এবছর দাঁড়িয়েছে ১০ হাজার ৮০০ হেক্টর। যার ফলে কমেছে আফিম উৎপাদন। ২০২২ সালে আফিম উৎপাদন হয়েছিল ৬ হাজার ২০০ টন। সেখান থেকে চলতি বছর আফিম উৎপাদনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩৩৩ টন।দিন দিন এইভাবে পোস্ত চাষে মন্দা দেখা দেওয়ার দরুন কৃষকদের আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ তাতে কোন সন্দেহ নেই।