রাজনীতিরাজ্যের খবর

“ডি-এমকে জিঞ্জাসা করুন”! পৌষমেলার বৈঠকে যোগ দিয়েও রেগে বেরিয়ে গেলেন কাজল শেখ

Kajal Sheikh

The Truth of Bengal: বোলপুর প্রশাসনিক ভবনে আসন্ন পৌষ মেলা নিয়ে বৈঠক ছিল বীরভূম জেলা প্রশাসনের। বৈঠক চলাকালীন বৈঠক রুমে ঢূকে সঙ্গে সঙ্গে মিটিং ছেড়ে বেরিয়ে চলে গেলেন জেলা সভাধিপতি কাজল শেখ। আসন্ন পৌষ মেলা করতে উদ্যোগী নিয়েছেন বীরভূম জেলা প্রশাসন। সেইমতো বোলপুর প্রশাসনিক ভবনে সভাগৃহে একটি বৈঠক চলছে পৌষমেলা নিয়ে।

সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায় , বীরভূম পুলিশ সুপার রাজনারায়ন মুখোপাধ্যায় সহ শান্তিনিকেতন ট্রাস্টের প্রতিনিধি ও বিশ্বভারতীর বেশ কয়েকজন আধিকারিক। বিকাল ৫টা থেকে শুরু হলেও তখনো আসেননি জেলা সভাধিপতি কাজল শেখ। ঠিক ৫:১৫ নাগাদ তিনি বৈঠকে ঢুকেই সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে আসেন‌। এই বিষয়ে জেলা সভাধিপতি কাজল শেখকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ডি-এম কে জিঞ্জাসা করুন।”

ছবিতে স্পষ্ট, বীরভূম জেলা শাসকের বাঁদিকে চেয়ারে বসে রয়েছেন রাজ্যের ক্ষুদ্র ও বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার পাশেই ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আর তার পাশেই ছিলো জেলা সভাধিপতি কাজল শেখের চেয়ার। কাজল শেখ বৈঠকে ঢুকে বিকাশ রায়চৌধুরীকে সরে আসতে বললে তিনি সরে না এলে এরপরেই ক্ষুব্ধ হয়ে কাজল শেখ বৈঠক ছেড়ে বেরিয়ে যান।

Free Access

Related Articles