‘সারা দিন কুৎসা করে, গালাগাল দেয়’, শিলিগুড়ি থেকে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর
CM Mamata Banerjee attacked BJP from Siliguri administrative meeting

The Truth of Bengal: ‘আমরা রাজনীতি কম করি, উন্নতি বেশি করি। কেউ কেউ আছে, সারা দিন কুৎসা করে, গালাগাল দেয়। মনে রাখবেন, খারাপ কথা বললে মন খারাপ হয়, ইতিবাচক মনোভাবের ক্ষতি হয়।’ মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে নিশানা করেছেন বিজেপিকে।
বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এদিন আবার সরব হন মুখ্যমন্ত্রী। যা নিয়ে এদিন আবারও সরব হন তিনি। সরকারি পরিষেবাপ্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুনে রাখো বিজেপি সরকার, আমরা শুধু ভোটের সময় পাঁচ কেজি চাল, আটা দিই না। সারা বছর দিই। আবার ভোট এসেছে, অমনি ঘণ্টা বাজাতে শুরু করে দিয়েছে। এই দেব, সেই দেব বলছে।’ আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে এদিন তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সময় চেয়েছিলাম। উনি সময় দিয়েছেন। আমরা বাংলার হকের পাওনার কথা বলতে যাব। স্পষ্ট বলব, আমাদের টাকা আমাদের দাও।’
উত্তরবঙ্গের ‘বঞ্চনা’ নিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি বারবার আক্রমণ করে রাজ্য সরকারকে। তবে রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নে বিশেষভাবে সচেষ্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ছুটে আসেন উত্তরবঙ্গে। বিজেপির এই অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আজকে আর বঞ্চিত নয় উত্তরবঙ্গ। আজকে উত্তরবঙ্গ উন্নত। উন্নত শির হয়ে দাঁড়িয়ে রয়েছে।’
Free Access