আন্তর্জাতিক

মেক্সিকোয় ভয়াবহ সংঘর্ষে মৃত ১১

Mexico Clash

The Truth of Bengal: তুমুল সংঘর্ষ মেক্সিকোর গ্রামবাসীদের সঙ্গে একটি দুষ্কৃতি দলের। সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ১১ জনের যাদের মধ্যে ৮ জনই ওই দুষ্কৃতি দলের সদস্য এবং বাকি ৩ জন হলেন গ্রামবাসী। মেক্সিকোর রাজধানী থেকে কিছুটা দূরে দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত টেক্সকাল্টিলানের একটি গ্রামের ঘটনা। দুষ্কৃতীদের ওই দলটি গ্রামের স্থানীয় কৃষক দের জমি ঘিরে টাকা আদায়ের দাবি করেছিল। সেই টাকা না দেওয়ার ক্ষেত্রেই সংঘর্ষ বাঁধে উভয় পক্ষের মধ্যে। ইতিমধ্যেই এই হিংসাত্মক ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে।

যেখানে দেখা যাচ্ছে গ্রামবাসীরা দুষ্কৃতীদের কয়েক জনকে মাটিতে ফেলে পিটিয়ে মারছে। কারুর হাতে রয়েছে ধারালো অস্ত্র আবার কারুর কাছে রয়েছে বন্দুক। ভিডিও তে দেখা যাচ্ছে একের পর এক গুলি ছুড়ছে গ্রামবাসীরা। সংঘর্ষ স্থলে মেক্সিকোর পুলিশ পৌঁছায় তবে ওই দুষ্কৃতীদের দলটির আসল পরিচয় কি, সেই বিষয়ে কিছু জানায়নি। সেই ক্ষেত্রে মেক্সিকোর এক সংবাদ মাধ্যমের মতামত অনুযায়ী ওই দুষ্কৃতীদের দলটি ছিল ফামিলিয়া মিচোয়াকানা মাদক কারবারের সঙ্গে যুক্ত।

বিগত কয়েক দশক ধরেই তাদের উৎপাত মেক্সিকোর গ্রামগুলিতে। উল্লেখ্য সমগ্র মেক্সিকো জুড়েই দুষ্কৃতি দল ও মাদক পাচারকারীদের কারবার। নিরীহ গ্রামবাসীদের থেকে সর্বদা তোলা আদায় করে থাকে এই সব দুষ্কৃতির দল। তোলা না দিলে ঘর বাড়ি জ্বালিয়ে গ্রামবাসীদের অত্যাচার চালানোর অভিযোগ এই সমস্ত ক্রিমিনাল গ্যাং দের বিরুদ্ধে।

Related Articles