রাজ্যের খবর

আইটি হাব ইন্ডাস্ট্রিয়াল পার্ক ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ

IT Hub Industrial Park

The Truth of Bengal: উত্তরবঙ্গে শিল্প করিডরের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। দার্জিলিং, কালিম্পংয়ে ২টি  ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার প্রক্রিয়াও জোরদার হচ্ছে।গড়া হবে আইটি হাব। মোট ২৪হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরফলে কয়েক হাজার কর্মসংস্থান হবে বলে আশায় দিন গুণছে যুবসমাজ।একইসঙ্গে ২লক্ষ যুবক-যুবতীকে ব্যবসার জন্য দেওয়া হবে সহজশর্তে ৫লক্ষ টাকার ঋণ।

পরিকাঠামোর বিকাশের মতোই তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৩হাজার পরিবার পিছু ৭০হাজার টাকা ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান। সল্টলেকে তথ্যপ্রযুক্তির প্রাণকেন্দ্রের মতোই রাজারহাটে ১০০একর জমিতে গড়া হবে সিলিকন ভ্যালি। মোট ৪০হাজার কোটি টাকা ব্যয়ে ঝাঁচকচকে সিলিকন ভ্যালি নির্মাণের কর্মষজ্ঞ শুরু হওয়ার পথে।জঙ্গলমহলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য তৈরি হবে জঙ্গলমহল সুন্দরী প্রকল্প।

দক্ষিণবঙ্গের সবজেলার নবপ্রজন্মের কর্মসংস্থানের লক্ষ্যে যেমন এই প্রকল্প নেওয়া হয়েছে,তেমনই উত্তরবঙ্গেও তৈরি হতে চলেছে শিল্প করিডর। শিল্পায়নের হাত ধরে বেকারত্ব দূর করা ও উদ্যোগপতিদের জন্য দরজা খুলে দেওয়ার ভাবনা এবার আরও গতি পাচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণামতো দুয়ারে গিয়ে পরিষেবা প্রদান করার কথা জানানোর পাশাপাশি যুবদের কর্ম-উদ্যোগী করার নয়া রূপরেখা কার্যকর করতেই প্রশাসন যে ব্যস্ত তা বলাই যায়।

Related Articles