রাজনীতি
Trending

‘ভোটে হারাতে না পেরে মহুয়াকে বহিষ্কার,মহুয়া মৈত্রের পাশে দল, জানালেন তৃণমূল সুপ্রিমো

Mamata Banerjee on Mahua Maitra

The Truth Of Bengal: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের পর তীব্র প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহুয়া মৈত্রর সাংসদ পদ চলে যাওয়া নিয়ে মুখ্য খুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কার্শিয়াং-এ তিনি বলেন, ‘ভোটে হারাতে না পেরে মহুয়াকে বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় এই কাজ করা হয়েছে। মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। হস্তক্ষেপ করা হয়েছে সাংবিধানিক অধিকারে।‘মহুয়া মৈত্রের পাশে দল আছে বলে জানিয়ে দিয়েছেন মমতা। স্পিকারের সিদ্ধান্তের নিন্দা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুখে ন্যায়ের কথা বললেও অন্যায় করেছে মহুয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে। একইসঙ্গে মমতা প্রশ্ন তোলেন , ৪৯৫ পাতায় রিপোর্ট দু’ঘণ্টার কম সময় পড়া হল কী করে?

ঘুষের বিনিময়ে প্রশ্ন করা ইস্যুতে শুক্রবার লোকসভায় পেশ হল এথিক্স কমিটির রিপোর্ট। সেই রিপোর্টের ভিত্তিতেই  এই সিদ্ধান্ত। আলোচনার পর ভোটাভুটিতে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়। আজ এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়ার পর তৃণমূল, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির তরফে ওই রিপোর্ট পড়ার জন্য কিছুটা সময় চাওয়া হয়েছিল। কিন্তু সময় দেননি স্পিকার। এমনকী মহুয়াকে কিছু বলারও অনুমতি তিনি দেননি। এদিন, মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনার সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলতে ওঠেন পরিষদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মহুয়া নিজেই তৃণমূলের তরফ থেকে বলবেন। তবে স্পিকার মহুয়াকে কথা বলার সুযোগ দেননি। স্পিকারের যুক্তি, এই বিষয়ে মহুয়া আগেই নিজের বক্তব্য পেশের সুযোগ পেয়েছিলেন, তাই নতুন করে মহুয়াকে কথা বলতে দেওয়া যায় না। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মহুয়াকে বলতে না দিয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে।
বহিষ্কারের সিদ্ধান্তের পর তার তীব্র বিরোধিতা করেন মহুয়া।

Free Access

Related Articles