সুনক মন্ত্রিসভা থেকে পদত্যাগ আরও এক মন্ত্রীর, বিপাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী
Another Minister Resigns from Britain's Sunak cabinet.

The Truth Of Bengal: ব্রিটেনের সুনক মন্ত্রিসভা থেকে আরও এক মন্ত্রীর পদত্যাগ। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের পর এবার পদত্যাগ করলেন রবার্ট জেনেরিক।এভাবে একের পর এক মন্ত্রীর ইস্তফায় আরও বিপাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ইস্তফার কারণ হিসেবে রবার্ট জেনেরিক জানিয়েছেন রোয়ান্ডা বিল নিয়ে বর্তমান সরকারের পদক্ষেপ তিনি মেনে নিতে পারছেন না।
ব্রিটেনের ঋষি সুনক সরকারের অর্ন্তবিরোধ কিছুতেই থামছে না।যত দিন যাচ্ছে ততই মতের ফারাক স্পষ্ট হচ্ছে।ঋষি সুনক বারবার রোয়ান্ডা বিল সমর্থন করার জন্য ও ঐক্যবদ্ধ থাকার জন্য কনজারভেটিভ পার্টির সদস্যদের আহ্বান জানিয়েছেন।মূলতঃ দেশের স্বার্থে এই বিল জরুরি বলে সুনক তাঁর আবেদনে স্পষ্ট করেছেন।তার মাঝে মন্ত্রিসভার সদস্য রবার্ট জেনেরিক পদত্যাগ করলেন। জেনেরিক স্পষ্ট করেছেন,রোয়ান্ডা বিল নিয়ে মতভেদের জন্যই এই পদত্যাগ।
কী এই রোয়ান্ডা বিল? কেন সুনক মন্ত্রিসভায় বারবার ফাটল স্পষ্ট হচ্ছে ? ব্রিটেনের রাজনৈতিক মহল বলছে,কয়েক বছর ধরে শরণার্থী সমস্যায় জেরবার ব্রিটেন।মধ্য এশিয়া থেকে শুরু করে আফ্রিকার নানা দেশ থেকে শত-সহস্র শরনার্থী প্রায় দিনই ব্রিটেনে অনুপ্রবেশ করছে। তাই সঙ্কট মেটাতে রোয়ান্ডার সঙ্গে চু্ক্তি করে সুনক সরকার।চুক্তি অনুয়ায়ী রোয়ান্ডাকে আর্থিক অনুদান দেবে ব্রিটেন।১৫কোটি পাউন্ড দেওয়ার অঙ্গীকার করেছে ব্রিটেন।এর বদলে সেখানে শরণার্থী পাঠানোর প্রস্তাব রাখা হয়েছে।এরমধ্যে ব্রিটেন ১৪কোটি পাউন্ড রোয়ান্ডাকে দিলেও একজন শরণার্থীকেও পাঠাতে পারেনি।ফলে আগামীদিনে জোর করে রোয়ান্ডার বাসিন্দাদের ফিরিয়ে দেওয়ার পথ নেওয়া ছাড়া উপায় নেই।
এই অবস্থায় রোয়ান্ডার শরনার্থীদের ফেরত পাঠানো নিয়ে নানা বিলম্ব ও বিভ্রান্তি বাড়ছে। তাই কনজারভেটিভ দলের সদস্যরা এই পদক্ষেপের বিরোধিতা করছে।তাঁদের মতে, শরণার্থী সমস্যার জট এভাবে কাটবে না। কিন্তু ঋষি সুনক নিজের অবস্থানে অনড়।তাই সরকারের এই ঘরোয়া বিরোধ একদিকে যেমন ব্রিটেনের দ্বিধাদ্বন্দ্বের নীতিকে স্পষ্ট করছে,তেমনই আবার শরনার্থী সমস্যার জটিলতাও স্পষ্ট করছে বলে আর্ন্তজাতিক পর্যবেক্ষকদের ধারণা।
Free Access