প্রসেনজিৎ-ঋতুপর্ণার হাফসেঞ্চুরি, জুটির নতুন ছবি ‘অযোগ্য’…
Prosenjit-Rituparna's new film 'Ajogya'

The Truth Of Bengal: প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। টলিউডের এই যোগ্য জুটি এবার একেবারে অযোগ্য হয়ে পর্দায় ধরা দেবেন। ঘাবড়ে যাচ্ছেন তো। না না ঘাবড়ানোর কিছু নেই। টলিউডের এই সফল জুটির নতুন ছবির নাম অযোগ্য। ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি সম্প্রতি ঘোষণা করলেন এই ছবির নাম। আর এই ছবির মধ্যে দিয়ে টলিউডের হিট জোড়ি নিজেদের ৫০ তম ছবিতে জুটি বাঁধছেন।
উত্তম-সুচিত্রা জুটির পর টলিউডের জোড়ি নম্বর ওয়ান হলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।এবার টলিউডের দুই সুপারস্টার তাঁদের ৫০ তম ছবিতে জুটি বাঁধছেন। তাঁদের একফ্রেমে আনতে চলেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। ছবির নাম ‘অযোগ্য’। প্রকাশ্যে এল সেই ছবিরই প্রথম ঝলক।
দীর্ঘ ১৫ বছর বিরতির পর প্রাক্তন -এর মধ্যে দিয়ে টলিউডে কামব্যাক করেছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণার জুটি। সেই ছবিও বক্স অফিসে বিপুল সাফল্য পায়। তারপর কৌশিক গাঙ্গলির দৃষ্টিকোণে শেষবারের জন্য দেখা গিয়েছিল এই সুপারহিট জুটিকে। আর এবার অযোগ্য-তে তাঁদেরকে ফের একবার দেখার সুযোগ পেতে চলেছে দর্শকরা। তাও আবার প্রসেনজিৎ -ঋতুপর্ণা জুটির অর্ধশত ছবিতে। তাই, স্বাভাবিকভাবেই যে এই ছবি ঘিরে দর্শকের প্রত্যাশা থাকবে তুঙ্গে তা পোস্টার লঞ্চ অনুষ্ঠান থেকেই বেশ পরিস্কার হয়ে গেল।
Free Access