দেশ

তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন রেভান্ত রেড্ডি, পাশেই রইলেন সোনিয়া

Revant Reddy Took Oath as Chief Minister of Telangana

The Truth Of Bengal: তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন রেভান্ত রেড্ডি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৩০ হাজার দর্শক। তবে সকলকে যেন অন্য বার্তা দিলেন রেড্ডি, যখন তাঁর পাশেই দেখা গেল সোনিয়া গান্ধীকে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন রেভান্ত রেড্ডি। ৫৪ বছর বয়সী রেড্ডি শপথ নিয়েই জানিয়ে দিলেন তেলেঙ্গানার উন্নতিতে তিনি যথাসাধ্য কাজ করবেন। এদিন তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৩০ হাজার দর্শক। তবে সকলকে যেন অন্য বার্তা দিলেন রেড্ডি যখন তাঁর পাশেই দেখা গেল সোনিয়া গান্ধীকে। কারণ হিসাবে রেড্ডি জানিয়েছেন তেলেঙ্গানাকে পৃথক রাজ্য তৈরি করতে সোনিয়া গান্ধীর অন্যতম ভূমিকা ছিল। সোনিয়াকে তেলেঙ্গানাবাসী সোনিয়া আম্মা বলেই ডাকে।

তবে রাজনীতির কারবারিরা মনে করছেন প্রথম থেকেই সোনিয়ার কাছের মানুষ ছিলেন রেভান্ত রেড্ডি। তাই মুখ্যমন্ত্রী পদে তাঁকে বেছে নিতে বেশি সময় নেয়নি কংগ্রেস হাইকমান্ড। পাশাপাশি তেলেঙ্গানাবাসীর পাশে থেকে রেড্ডি যেভাবে তাদের মনোবল জয় করেছেন সেদিকে নজর রেখেই তাকে এই দায়িত্ব দিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। প্রসঙ্গত, তেলেঙ্গানায় কংগ্রেস ১১৯ টি আসনের মধ্যে ৬৪ টি আসন জয়লাভ করে।

Free Access

Related Articles