বিনোদন

কাঁটাতার পেরিয়ে প্রেমিকের কাছে কলকাতায় চলে এলেন এই পাকিস্তানী তরুণী!

 

ভারত-পাকিস্তান সীমান্তের কাঁটাতারের বেড়াজালকে উপেক্ষা করে প্রেমের সাফল্যের আরেকটি গল্প রচিত হল কলকাতায়। পাকিস্তানের করাচি থেকে প্রেমিক শামীর খানের সঙ্গে বিয়ে করতে এসেছেন জাওয়ারিয়া খানম। মাত্র ৪৫ দিনের ভিসা পেয়েছেন তিনি। আগামী জানুয়ারিতে কলকাতার বুকেই শামীরের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার কথা তাঁর।

দু’জনের পরিচয় হয় ২০২১ সালে ফেসবুকে। প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়েন তারা। এরপর শুরু হয় তাদের আন্তর্জাতিক প্রেমের সম্পর্ক। দুই পরিবারের পক্ষ থেকেও তাদের বিবাহের সম্মতি ছিল। তবে দুই দেশের আইনি জটিলতায় বিয়েটা ঝুলে পড়ে।

শেষ পর্যন্ত, জাওয়ারিয়া ভারতে আসার জন্য ৪৫ দিনের ভিসা পান। গত মঙ্গলবার অমৃতসরে আটারি সীমান্ত দিয়ে ভারতের মাটিতে পা রাখেন তিনি। তাকে দেখে আপ্লুত শামীর ও তার পরিবারের সদস্যরা। ঢাক-ঢোল বাজিয়ে, ফুলের মালা নিয়ে আটারি সীমান্তে বিদেশিনি প্রেমিকার জন্য অপেক্ষায় ছিলেন পেশায় ব্যবসায়ী শামীর।

বিয়ের পরে নতুন কনের ভিসার সময় আরও বাড়ানো যাবে কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন শামীর ও জাওয়ারিয়া। তবে তারা আশাবাদী যে, তাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করে বিজয়ী হবে।

Related Articles