রাজ্যের খবর

হাতির ‘মস্তি’ হওয়ায় সতর্কতা, গরুমারা জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা

Garumara forest

The Truth of Bengal: শীতের মরসুমে এখন উত্তরবঙ্গ সফরে পর্যটকরা। তাদের অনেকেই যাচ্ছেন গরুমারা জঙ্গলে। তবে তাদের জন্য এখন বিধি বাম। সোমবার সকালেও গরুমারার যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে প্রবেশ করতে পারলেন না পর্যটকরা। গরুমারা জঙ্গলে মস্তি হাতির জন্য এদিন সকালের দুই শিফটেই বন্ধ গরুমারা জঙ্গলের যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। প্রজননের কারণে এই সময় হাতিদের শারীরিক কিছু পরিবর্তন আসে। চোখ দিয়ে জল বের হওয়ার পাশাপাশি কানের পাশ দিয়েও এক ধরনের রস বের হয়। আর এই সময়ে হাতিরা অস্বাভাবিক আচরণ করে। যে কোনও সময় ক্ষেপে যেতে পারে। হাতিদের এমন অবস্থা সাধারণ পর্যটকরা বুঝতে না পারলেও বুঝতে পারেন বনকর্মীরা।

তাই হাতি মস্তি অবস্থায় থাকলে কোনওরকম ঝুঁকি নেওয়া হয় না। রবিবার বিকেলে টিকিট কাটার পরো গরুমারার যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে পর্যটকদের ঢুকতে দেওয়া হয়নি। ফলে ক্ষোভ প্রকাশ করেন পর্যটকরা। গরুমারার ডিএফও দ্বিজপ্রতিম সেন পর্যটকদের মস্তি হাতির বিষয়টি বলার পর পর্যটকরা শান্ত হন। ফলে রবিবার যাত্রাপ্রসাদের বিকেলের শিফট বন্ধ ছিল। যে সব পর্যটক রবিবার গরুমারায় জঙ্গল সাফারি করতে পারেননি তারা সকালে চাপড়ামারি ওয়াচ টাওয়ারে যান।

বনদফতরের তরফে রবিবারই জানানো হয় মস্তি হাতির গতিবিধির ওপর নজর রেখে সোমবার যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে পর্যটকদের যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অবস্থা পরিবরতিন না হওয়ায় সোমবার সকাল সাড়ে ৬টা ও ৯টার শিফট ছিল বন্ধ। এদিন কোনও পর্যটককেই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে ঢোকার গেটে দেখতে পাওয়া যায়নি। অন্যদিকে বনদফতরের তরফে জানানো হয়েছে, মস্তি হাতিটির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। যাতে কোনওরকম অঘটন না ঘটে।অন্যদিকে, এদিন সকালে গরুমারা জঙ্গলের মাঝে জাতীয় সড়কের পাশে দেখা মেলে একটি বুনো হাতির। ফলে কিছুক্ষণের জন্য জঙ্গলের রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। হাতিটি জঙ্গলে ঢুকে যাওয়ার পর যান চলাচল ফের স্বাভাবিক হয়।

Related Articles