স্কুলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ ৩ কিশোরী,ঘটনায় জোরালো চাঞ্চল্য হাবরায়
3 girls are missing

The Truth of Bengal: স্কুলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ ৩ কিশোরী। ১ডিসেম্বর থেকে তাদের কোনও খোঁজ মিলছে না।অভিভাবকরা হাবড়াও অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। কোনও চক্র এই ঘটনায় জড়িত কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। চলছে জোরদার তদন্ত। কবে তারা ফিরে আসবে তার দিকে তাকিয়ে পড়ুয়াদের পরিবার। সেপ্টেম্বরের পর ডিসেম্বর। আবারও পড়ুয়া নিখোঁজের ঘটনায় জোরালো চাঞ্চল্য হাবরায়।
১ ডিসেম্বর স্কুলের ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়ে যায় হাবরার কামিনী কুমার গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বাড়িতে কী কোনও মারধর,বকাবকি করা হয়েছিল ? কেন তাহলে রহস্যজনকভাবে নিঁখোজ হয়ে গেল ৩জন পড়ুয়া ? সীমান্ত এলাকায় আগেও এই ধরণের ঘটনা প্রকাশ্যে এসেছে। আবারও একই ঘটনার পুণরাবৃত্তি দেখে আশঙ্কিত অভিভাবকরা। ৩পড়ুয়ার পরিবার অশোকনগরও হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছে।
পুলিশ চেষ্টা করছে কিশোরীদের ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য। দিন যত বাড়ছে ততই উদ্বেগ-উতকন্ঠাও বাড়ছে। একসঙ্গে ৩ কিশোরী কোথায় গেলেন ? স্কুলের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু মাঝপথে তাঁদের বেপাত্তা হয়ে যাওয়ার নজিরবিহীন ঘটনা ভয় ধরা্চ্ছে বাড়ির লোকেদের। পুলিশের আশ্বাস পেয়ে এখন আশায় রয়েছেন তাঁদের পরিবারগুলো।সকলেই চাইছেন,সুস্থভাবে ৩কিশোরী ঘরে ফিরে আসুক। আবার তারা পড়াশোনার কাজে মন দিক।