রাজ্যের খবর

আচমকা চলন্ত বাসের সামনে হাতি, বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা

Elephant in Lataguri Road

The Truth of Bengal: আচমকা একটি চলন্ত বাসের সামনে চলে আসলো জঙলি হাতি। সে সময় হাতির সঙ্গে দুর্ঘটনা এড়াতে রাস্তা থেকে বাসটিকে নীচে নামিয়ে দিলেন বাসচালক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গরুমারা ও লাটাগুড়ি জঙ্গলের বুক চিরে বেড়িয়ে যাওয়া ৩১ নং জাতীয় সড়কের চালসা – লাটাগুড়ি রাস্তায়। জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালে চালসা থেকে একটি বেসরকারি যাত্রীবাহী বাস ময়নাগুড়ির দিকে যাচ্ছিল।

তখন মহাকাল ধাম সংলগ্ন এলাকায় আচমকা একটি জঙলি হাতি জঙ্গল থেকে রাস্তার ওপর চলে আসে। কিন্তু রাস্তায় বাঁক থাকার কারণে চালক দূর থেকে হাতিটিকে দেখতে পায়নি। হঠাৎ হাতিটিকে দেখতে পাওয়া মাত্র চালক বাসটিকে ডানদিকে রাস্তা থেকে নীচে নামিয়ে দেন। এরপর হাতিটি ফের জঙ্গলে ঢুকে পড়লে বাসটি যাত্রীদের নিয়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

তবে যেভাবে হাতিটি চলন্ত বাসের সামনে চলে এসেছিল তাতে বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। উল্লেখ্য ডুয়ার্সের একাধিক জঙ্গলের বুক চিরে বেড়িয়ে গেছে রাস্তা, রেললাইন। আর মাঝেমধ্যেই জঙ্গল ছেড়ে বেরিয়ে রাস্তা ও রেললাইনের ওপর চলে আসে হাতি। এমনকি একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে। তবে এদিন চালকের তৎপরতায় দুর্ঘটনা কোনোরকম দুর্ঘটনা ঘটেনি।

Related Articles