
The Truth of Bengal: দিনের পর দিন পেট্রোল ও ডিজেলচালিত যানবাহনের দ্বারা পরিবেশ দূষিত হচ্ছে। প্রভাব পড়ছে জলস্তরে। এই পরিস্থিতি চলতে থাকলে মানবসমাজ সমস্যায় পড়বে। এর প্রতিকার হিসেবে সকলকে সাইকেল ব্যবহার করতে হবে। এই বার্তা ছড়িয়ে দিতে ভারতের ২৯টি রাজ্যে সাইকেল নিয়ে প্রচার করছেন উত্তরপ্রদেশের সোনভদ্র এলাকার বছর বাইশের যুবক মানন্দ্রকুমার। তথ্য বলছে, দিন দিন বায়ুদূষণের মাত্রা বেড়েই চলেছে। ফলে বেশির ভাগ ভারতীয়ই শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন। সাম্প্রতিক গবেষণা বলছে, শুধু ফুসফুসের সমস্যা নয়, বাতাসে থাকা এই ধূলিকণার জন্য ভারতীয়দের স্থান ভেদে গড়় আয়ু কমে যেতে পারে ৫ থেকে ১১ বছর।
চিকিৎসকেরা বলছেন, বায়ুদূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। সেখান থেকে ক্রমে তা প্রভাব ফেলে হার্ট, কিডনি এবং মস্তিষ্কের উপর। তাই দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করে সাইকেল সফরে পরিবেশপ্রেমী যুবক। ইতিমধ্যেই মানন্দ্রকুমার উত্তর প্রদেশ-সহ হিমাচল প্রদেশ, বিহার, সিকিম ঘুরে এসেছেন। শনিবার ডুয়ার্সের পথ ধরে অসমে যাত্রা করেন মানন্দ্র। তাঁর মিশনের লক্ষ্য যে পেট্রোল-ডিজেল চালিত গাড়ির সংখ্যা কমানো তাও স্পষ্ট।
তিনি মনে করেন, যাতায়াতের জন্য অত্যধিক হারে পেট্রোল ও ডিজেলচালিত যানবাহন ব্যবহার করার ফলে বায়ু দূষণ বাড়ছে। এর প্রভাব পড়ছে জলস্তর ও পরিবেশের উপরে। এর প্রতিকার হিসেবে মানুষকে যানবাহনের বদলে বেশি করে সাইকেল ব্যবহার করতে হবে তাও তুলে ধরছেন তিনি।দেশের ২৯রাজ্যই তাঁর সফরসূচিতে রয়েছে। জাপানের মানুষ পরিবেশবান্ধব সাইকেলই বেশি ব্যবহার করেন।এখন ভারতের মানুষও যাতে এই দুচাকার যানে জীবনের এগিয়ে যাওয়ার পথ ধরে সেকথাই মানুষের কাছে তুলে ধরার লড়াই শুরু করেছেন মানন্দ্র কুমার।