বিনোদন

ভিকিকে তার জোকার মনে হয়! এ কী বলে বসলেন ক্যাটরিনা?

 

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে বলিপাড়ায় অনেকদিন ধরেই ফিসফাস ছিল। তবে, বিয়ের পর এই জুটি তাদের সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানান, তাদের মধ্যে ছোটখাটো ঝগড়া-ঝামেলা লেগেই থাকে।

ভিকি জানান, ক্যাটরিনা তার সাজপোশাকের ধরন পছন্দ করেন না। ক্যাটরিনা নিজে একজন কেতাদুরস্ত নায়িকা। স্বামীর সাজপোশাক দেখে তাকে ‘জোকার’ বলে কটাক্ষ করতেও ছাড়েন না ক্যাটরিনা।

ভিকি বলেন, ক্যাটরিনা তার ফ্যাশন নিয়ে অনেক রকমের নতুন পরামর্শ দিয়েছেন। তার আলমারিতে নতুন ধরনের পোশাকও এসেছে। তবে, এখনও ভিকি যা হোক একটা জামা পরে বাড়ি থেকে বেরোতে গেলেই ক্যাটরিনা বলেন, ‘কী রকম জোকার সেজে বাইরে যাচ্ছে’। এমনও হয়েছে কত বার যে, ক্যাটরিনা ভিকিকে হাত ধরে ভিতরে নিয়ে গিয়েছে জামা বদলানোর জন্য।

ভিকির কথায়, ‘‘ক্যাট বলে, ‘তুমি একটা জোকার, তোমার কোনো স্টাইল নেই’। আমি বলি, ‘আমি তো আর ডেভিড বেকহাম নই’।’’

ভিকি এবং ক্যাটরিনার মধ্যে এই ঝগড়া-ঝামেলা তাদের সম্পর্কের কোনো ক্ষতি করছে না। তারা একে অপরকে ভালোবাসেন এবং তাদের সম্পর্কের মধ্যে এই ঝগড়া-ঝামেলা তাদের কাছে স্বাভাবিক।

Related Articles