বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন হিরো আলম! বিপরীতে কোন নায়িকা?

বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তারকা হিরো আলম এবার বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তার সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
হিরো আলম গত কয়েকটি উপনির্বাচনে বেশ সরব ছিলেন। কিন্তু জাতীয় নির্বাচনে দৌড়ে তাকে দেখা যায়নি। জানা গেছে, তিনি দুবাইয়ে আছেন। বাংলাদেশের বগুড়ার একটি আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়বেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাখি সাওয়ান্তের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে হিরো আলম তার বলিউড ডেবিউর কথা জানান। ভিডিওতে হিরো আলম, রাখি সাওয়ান্তের পাশাপাশি ছিলেন বিতর্কিত ব্যক্তিত্ব আরাভ খান।
আরাভ খান জানান, দুবাই, সিঙ্গাপুরসহ একাধিক দেশে এই ছবির শুটিং হবে। তিনি এই ছবির জন্য বিনিয়োগ করবেন। হিরো আলমের বলিউড ডেবিউ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ তার সাফল্য কামনা করছেন, আবার কেউ কেউ তার সমালোচনা করছেন।