খেলা

চেন্নাই সুপার কিংস, ম্যাচে ফিট হয়ে ফিরবেন মাহি

MS Dhoni

The Truth of Bengal: দীর্ঘদিনের ক্রিকেট কেরিয়ারে  সাক্ষী হয়েছেন অনেক উত্থান পতনের ।  ২০০৮ থেকে মাহির এই সম্পর্ক চেন্নাইয়ের সঙ্গে। চেন্নাই থেকে ছেড়ে গেলে চেন্নাই এর কী হবে ? এই আশঙ্কা বহুদিন ধরে। এদিকে মাহির বয়স ৪২। তিনি কি অবসর নিয়ে নেবেন হঠাৎ ! জানা গিয়েছে আপাতত নয় । এর মাঝেই আবার চোট পেয়েছিলেন। অস্ত্রোপচার ও হয়েছে । ম্যাচের জন্য ফিট হয়ে ফিরে আসবেন বলে জানিয়েছেন কাশী বিশ্বনাথন।  তিনি ধোনির সুস্থতা নিয়ে  বলেছেন , ‘ধোনি অস্ত্রোপচারের পরে  অনেক সময় পেয়েছে। এখন  অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আইপিএলের  দেরি আছে ফলত  তার আগে ও ম্যাচ ফিট  হয়ে যাবে। জোরের সঙ্গে তিনি বলেছেন এ বারও ধোনিই আমাদের নেতৃত্ব দেবে। আইপিএলে ঘরের মাঠে হোক বা কলকাতায় মাহিকে পেলে ভক্তেরা আবেগে ভাসেন।

কিন্তু তাঁকে দেখে বয়স বোঝার জো নেই। এখনও অসম্ভব ফিট ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই বয়সে অনেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন। তিনি এখনো খেলছেন । বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার গ্ল্যামার যেন বাড়ছে। আসলে তিনি আপস করেননি ফিটনেসের সঙ্গে । নিয়মিত  যান জিমে । ঘাম ঝড়ান । মেপে খাবার খান। সিএসকের সিইও কাশী বিশ্বনাথনের  তো আগেই মন্তব্য করেছিলেন ,ধোনি খুব ভালো করে   জানে, আগামী দিনে ওকে কী করতে হবে। সবাই যখন ধরে নেবেন, ধোনি আরও খেলতে চান, তখনই সবাইকে চমকে দিয়ে সরে দাঁড়াবেন আইপিএল থেকে।

তাই ধোনিকে নিয়ে আগাম কিছু বলা খুব মুশকিল। তার এই মন্তব্য থেকে একেবারে স্পষ্ট হয় যে চলতি বছরের আইপিএলের সময় যে  রটেছিল ধোনি আর খেলবে না। এটাই ধোনির শেষ ম্যাচ ।  সেই বিষয়ে কোথাও ভাটা পড়ল বলেই মত বিশেষজ্ঞদের। আইপিএলে চেন্নাই সুপার কিংস হয়ে উঠেছে অন্যতম সেরা দল।তবে  এই ধারাবাহিক সাফল্যের পিছনের রহস্যটা কী? কিছুদিন আগেই এ বিষয়ে মহেন্দ্র সিং ধোনি নিজে বলেছিলেন, সিএসকে-র এই সাফল্যের পিছনে কোনও রেসিপি নেই। টিমের সদস্যদের উপর দল পুরোপুরি ভরসা করা হয়। সঙ্গে  পাশাপাশি টিমের মালিকের সম্বন্ধেও প্রশংসা করেছিলেন ধোনি। ২০২৪ এ ধোনি ফিট হয়ে খেলতে নামবে তাতে স্বস্তির হাওয়া সমর্থক দের মধ্যে ।

Related Articles