
The Truth of Bengal: অবশেষে এল মাহেন্দ্রক্ষণ। ১৭ দিন পর উত্তরকাশীর টানেল থেকে শুরু হল উদ্ধারকাজ। উত্তরকাশীর টানেল থেকে একে একে বের করা হচ্ছে শ্রমিকরা। শেষ খবর অনুযায়ী, উদ্ধার করা হয়েছে ৪১ জনকে। উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে দেখা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
৪০০ ঘণ্টা পর অবশেষে মুক্তি পেলেন ৪১ জন শ্রমিক। এদিন নির্ধারিত সময়ের ৩৮ মিনিটের আগেই উদ্ধার করা হল শ্রমিকদের। আটকে থাকা শ্রমিকদের মধ্যে রয়েছেন এ রাজ্যের তিন বাসিন্দাও। উদ্ধারকাজ সফল হওয়ার পর খুশির হাওয়া হুগলি জেলার পুরশুরা এলাকার দুই পরিবারে। পাখিরা পরিবার ও প্রামাণিক পরিবারের দুই ছেলে সৌরভ পাখিরা ও জয়দেব প্রামাণিক ১৭ দিন ধরে আটকে ছিলেন এই সুড়ঙ্গে।
প্রসঙ্গত, ১২ নভেম্বর থেকে উত্তরকাশীর ব্রহ্মতাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গে কাজ করছিলেন শ্রমিকদের একটি দল। সাড়ে আট মিটার উঁচু এবং প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ সেই সুড়ঙ্গে কাজ করার সময় হঠাৎ ধসে পড়ে সুড়ঙ্গের একাংশ। অন্ধকার সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েন ৪১ জন কর্মী। ঘটনাস্থলে আসে উদ্ধারকারি দল, প্রশাসন। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে রাজ্য এবং জাতীয় বিপর্যয় বাহিনী। উদ্ধারকাজে হাত লাগান ইন্দো-টিবেটান পুলিশ এবং বর্ডার রোডওয়েজের বাহিনীও।
Free Access