বিনোদন

একসাথে চলার অঙ্গীকার নিলেও আলাদা হয়ে যাচ্ছে দীপা-সূর্য!

 

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় দীপা-সূর্যের সম্পর্ক নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে। দীপা তার স্বামী সূর্যের জন্য এতদিন অপেক্ষা করেছে, কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে, সূর্য তাকে আর ভালোবাসে না। সূর্যও দীপার সাথে একই রকম অনুভব করছে।

সম্প্রতি একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে, সূর্য দীপার কাছে এসে তার দুই মেয়ে সোনা ও রুপাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে। কিন্তু দীপা তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে, সে তার দুই মেয়েকে নিয়ে নিজের জন্য বাঁচতে চায়।

এই ভিডিওটি দেখে দর্শকদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন যে, দীপা-সূর্য অবশ্যই একসাথে থাকবে, কিন্তু কেউ কেউ বলছেন যে, তাদের আলাদা হওয়াই ভালো। দীপা-সূর্যের সম্পর্ক নিয়ে ধারাবাহিকে পরবর্তী কী ঘটবে তা জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে।

Related Articles