খেলা

বিক্ষোভের মধ্যে পদত্যাগ, কটাক্ষ পিছু ছাড়েনি বাবরের

Babar Azam

The Truth of Bengal: বিশ্বকাপ শেষ। কিন্তু বিশ্বকাপ থেকে মাঝপথেই ছিটকে গিয়েছে পাকিস্তান। তার পরেই পাকিস্তানকে ঘরে বাইরে সমালোচিত হতে হচ্ছে । শেষ পর্যন্ত সমস্ত ফরম্যাটের ক্রিকেট থেকেই পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। কিন্তু এখনো প্রাক্তন অধিনায়ক কে পড়তে হচ্ছে সমালোচনার মধ্যে । ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্স সংস্থা সোশ্যাল মিডিয়ায়  লিখেছিল , ‘‘অতিমারীর আগের কি এমন রয়েছে , যা  স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি?’’সেই প্রশ্নেও যে এমন ভাবে কটাক্ষের মুখে পড়বেন বাবর তি হয়তো তিনিও ভাবেননি । ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্সের এই পোস্টের উত্তর দিয়ে আইসল্যান্ডের ক্রিকেট সংস্থা কটাক্ষ করেছে  বাবর আজমকে । আইসল্যান্ড ক্রিকেট উত্তরে লিখেছে তার অর্থ, বাবর আজ়মের ব্যাটিং গড় , যা আগের মতো নেই আর ।

বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হার, এবং আরো অনেক অংকে সেমিফাইনালের আগেই ছিটকে গিয়েছে বাবর আজমের পাকিস্তান। দেশে তাই বিক্ষোভের মুখে বাবর। সবাই দোষারোপ করছেন তাকে, তার ক্যাপটেনসিকে। আর এবার সত্যিই মন খারাপ খোদ খারাপ বাবরের। বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। কয়েকটা ম্যাচ বাদ দিলে বাবরের নিজের পারফরম্যান্স ভালো ছিল না। দেশে ফিরে কড়া সমালোচনার মুখে পড়েন তিনি। তাই আর দায়িত্ব নিতে চাইছিলেন না বাবর।সোশ্যাল সাইটে পোষ্টের মাধ্যমে  বাবর জানিয়েছেন , ‘ আমি খুব ভালো করে মনে করতে পারি, ২০১৯ সালে যখন পিসিবি আমাকে পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব হাতে তুলে দিয়েছিল। গত চার বছর ধরে আমি অনেক উত্থান পতনের অভিজ্ঞতার সাক্ষী হয়েছি।

কিন্তু মনপ্রাণ দিয়ে আমি পাকিস্তান ক্রিকেটের সম্মান রক্ষা করতে চেয়েছি। পা ক্রিকেটারদের সম্মিলিত প্রচেষ্টায় সাদা বলের ক্রিকেটে এক নম্বর স্থান দখল করতে সমর্থ হয়েছি আমরা। কোচ, সাপোর্ট স্টাফ সবাইকে তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কিন্তু বিশ্বকাপ আমাদের হতাশ করেছে। সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন, কিন্তু তাও আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। সব ধরনের ফরম্যাট থেকে আমি পাকিস্তান অধিনায়কের পদ থেকে সরে যাচ্ছি। তবে একজন সাধারন ক্রিকেটার হিসেবে আমি সব ধরনের ক্রিকেটে এখনও খেলব। নতুন ক্যাপ্টেনকে সর্বতোভাবে সাহায্য করার চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে। বাবর এর পর পদত্যাগ ও করেছেন । তবুও কটাক্ষ তার পিছন ছাড়েনি ।

Related Articles