নবদ্বীপের রাস উৎসবে যাত্রী দের জন্য স্পেশ্যাল ট্রেন, কোন কোন সময়ে থাকছে এই বিশেষ ব্যবস্থা জেনেনিন
Ras Utsav Train

The Truth of Bengal: প্রতিবছরের মতো এবছরও নবদ্বীপের রাস উৎসব উপলক্ষে ব্যান্ডেল-কাটোয়ায় চলবে বিশেষ ট্রেন। ঘোষণা করল পূর্ব রেল। সোমবার ২৭ ও মঙ্গলবার ২৮ নভেম্বর চলবে এই স্পেশ্যাল ট্রেন। থামবে সব স্টেশনেই। এই দু’দিন কাটোয়া থেকে বিকাল ৪টে ২০ মিনিটে ছাড়বে একটি স্পেশ্যাল ট্রেন। ব্যান্ডেল পৌঁছবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। অন্যদিকে একই ট্রেন আবার আপ লাইনে ব্যান্ডেল থেকে যাত্রা করবে সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ৬টায়। নবদ্বীপে রাস দেখার জন্য বহু মানুষ আসে। ট্রেন পথেই তাদের বেশিরভাগ উৎসবে শামিল হন।
রাস উৎসবে যেতে চাওয়া যাত্রীদের জন্য এই স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বিবৃতিতে পূর্ব রেলের তরফে বলা হয়েছে, নবদ্বীপ ধামের রাস উৎসবে সাধারণ মানুষ যাতে নিরাপদে, স্বচ্ছন্দে যেতে পারেন সে কারণেই এই স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে। দর্শনার্থীদের আলাদা করে সুবিধা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতরিক্ত ঝামেলা ছাড়া আনন্দদায়ক যাত্রা নিশ্চিত করে যাত্রীরা এই ট্রেনে চড়তে পারেন।
রাস উৎসব উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে পূর্ব রেল। অন্যদিকে, সপ্তাহান্তে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল রয়েছে হাওড়া-শিয়ালদায়। একদিকে যেমন হাওড়া-বর্ধমান শাখায় একাধিক লোকাল বাতিল থাকছে, তেমনই আবার কৃষ্ণনগর, বনগাঁগামী বহু লোকাল বাতিল থাকছে শিয়ালদা থেকে। এতগুলি ট্রেন বাতিল হওয়ায় তৈরি হয়েছে যাত্রী দুর্ভোগের আশঙ্কা। এরইমধ্যে রাস পূর্ণিমা উপলক্ষে খুশির খবর দিল পূর্ব রেল। নবদ্বীপ ধামে রাস পূর্ণিমা উপলক্ষে ব্যান্ডেল-কাটোয়ার মধ্যে চলবে স্পেশ্যাল লোকাল।