উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে সাইক্লোন,ভূমিভাগ ক্ষয় হচ্ছে, ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি
Cyclone

The Truth of Bengal, Bikash Ghosh: শুধু ভারতে নয়, গোটা বিশ্বজুড়ে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বেড়েই চলেছে। আর এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম সাইক্লোন। এখন বর্ষা বা গ্রীষ্ম নয়, বছরের যে কোন সময় সাইক্লোন ঘটছে। তার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকার সাধারণ মানুষ সব সময় আতঙ্কে থাকছেন। এদেশে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় বছরের বিভিন্ন সময়ে সাইক্লোন তছনছ করে দিয়ে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই সাইক্লোনের উৎস্থল জলভাগ। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে সাইক্লোন। ভূমিভাগ ও জলভাগের তাপমাত্রার তারতম্য ঘটছে। ভূমিভাগ ক্ষয় হচ্ছে, ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি।
ভূ-বিজ্ঞানীদের আশঙ্কা প্রকৃতি যেভাবে তার ভারসাম্য হারাচ্ছে তাতে করে সাইক্লোন বাড়বে। বাড়বে বিপদের আশঙ্কা। প্রকৃতির এই পরিবর্তন, সাইক্লোনের ঘটনা বাড়তে থাকা, সাধারণ মানুষের জীবনে ধেয়ে আসছে বিপদ। কী বলছেন ও বিজ্ঞানীরা: শিয়রে সাইক্লোনের বিপদ। স্বাভাবিক নগর জীবনের উপর তীব্র প্রভাব পড়ার আশঙ্কা। কী কী প্রভাব পড়তে পারে সাইক্লোনের এই অশনি সংকেতে. … বিপদে জনজীবন। ধেয়ে আসছে সাইক্লোন। রেহায় নেই এই শীতের মরসুমেও। বাদ যাবে না বঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিও।
বিপর্যয় নেমে আসতে পারি সুন্দরবন, দীঘা, জুনপুট, সাগরদ্বীপ, হলদিয়া সহ একাধিক সমুদ্র উপকূলবর্তী এলাকায়। ওড়িশা ও বাংলার সমুদ্র বরাবর এলাকা থাকছে রেড জোনে। পশ্চিমবঙ্গ সরকার প্রকৃতির এই বিপর্যয় মোকাবিলায় একাধিক উদ্যোগ নিয়েছে। বছরভর গাছ লাগানোর কর্মসূচি চলছে। চলছে আরও নানা উদ্যোগ। সেই সঙ্গে বার্তা দেওয়া হয়েছে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার। সকলের সচেতনতা এই বিপদ থেকে বাঁচাতে পারে নাগরিক জীবনকে।