বিনোদন
Trending

বাম ছেড়ে কি তবে অভিনয়ে যোগ শতরূপের! রাজনীতির ময়দান  থেকে এবার ফিল্মি দুনিয়ায়…

Shatarup Ghosh Movie

The Truth Of Bengal: রাজনীতির ময়দান  থেকে এবার ফিল্মি দুনিয়ায় আসতে চলেছেন বাম যুব নেতা শতরূপ ঘোষ ৷পরিচালক অনীক দত্তর আসন্ন ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে তাঁকে। অনীক দত্তের ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ একটি গানের দৃশ্যে দেখা যাবে এই বাম যুব নেতাকে ৷

অপরাজিত-র পর আবার ফিল্ম করছেন টলিউডের খ্যাতনামা পরিচালক অনীক দত্ত। ছবির নাম ‘যত কাণ্ড কলকাতাতেই’ । ছবির প্রধান ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। তবে অনীকের এই ছবির বড় চমক হল বাম যুব নেতা শতরূপ ঘোষ। ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে তাঁকে।

এর আগে সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রে আবীরকে দেখা গেলেও এই ছবিতে আবীরকে তোপসের ভূমিকায় দেখা যাবে। ছবির চিত্রনাট্য গোয়েন্দা গল্প হলেও এই তোপসে পরিচালকেরই সৃষ্টি। ১৯৫০-এর পটভূমিকায় তৈরী হবে ছবিটি বলে জানা গেছে। এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন সুরকার দেবজ্যোতি মিশ্র। ছবিতে আবীরের বিপরীতে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নসাবা আহমেদ।

খবরের সূত্র অনুযায়ী ছবিতে একটি গানের দৃশ্যে দেখা যাবে তাঁকে।সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি লোকেশনে শুটিংও করেছেন শতরূপ।এমনটাই জানিয়েছেন পরিচালক অনীক দত্ত। টেলিভিশন দুনিয়ার বিভিন্ন রাজনৈতিক টক শো-এর সৌজন্যে এই মুহুর্তে বেশ পরিচিত হয়ে উঠেছেন বাম যুব নেতা শতরূপ ঘোষ। এবার টলিউডে তাঁর সেই ক্যারিশমা কতটা কাজ দেয় সেটাই বড় প্রশ্ন।

Free Access

Related Articles