দেশরাজনীতি
Trending

রাহুলের পোস্ট নিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি! তুঙ্গে রাজনীতির তরজা।

Rahul Gandhi Post

The Truth Of Bengal: রাজস্থানের ভোটের দিনই নয়া অভিযোগে বিদ্ধ কংগ্রেস নেতা রাহুল গান্ধী । নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সোশাল মিডিয়ায় ভোটের প্রচার করার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে। যা নিয়ে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে বিজেপি।

রাজস্থানে ভোট চলাকালীন রাহুল গান্ধীর একটি পোস্ট নিয়ে এবার কমিশনের দ্বারস্থ হল বিজেপি। বিজেপির দাবি, রাহুল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। আর সেই পোস্ট ‘আপত্তিকর’। সেই আপত্তিকর পোস্ট যাতে অবিলম্বে অ্যাকাউন্ট থেকে ডিলিট করা হয় ও ওই অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়, তার আর্জি নিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছে বিজেপি। দিন দুই আগেই রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অন্য একটি অভিযোগে নালিশ করেছিল গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘পনৌতি’ এবং ‘পকেটমার’ বলায় রাহুলের শাস্তির দাবি করেছে বিজেপি। সেই নিয়ে রাহুলের জবাবও তলব করেছে কমিশন। এবার প্রচারের সময় পেরনোর পরও সোশাল মিডিয়ায় ভোটপ্রচারের অভিযোগ উঠল কংগ্রেস নেতার বিরুদ্ধে।

শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। ওই পোস্টে রাজস্থান ভোটের জন্য কংগ্রেসের দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। বিজেপি বলছে, এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করে নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন কংগ্রেস সাংসদ। কারণ জনপ্রতিনিধি আইন অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে সবরকম প্রচার বন্ধ করে দিতে হয়। অথচ রাহুল ভোটের দিনই সোশ্যাল মিডিয়ায় দলের প্রচার করেছেন। যদিও কংগ্রেস বলছে, জনপ্রতিনিধি আইনে সোশাল মিডিয়ার প্রচারে কোনও নিষেধাজ্ঞা নেই। তাই রাহুলের সোশাল মিডিয়া পোস্ট মোটেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা নয়। বিজেপি আসলে হারের ভয়ে এসব করছে।

Free Access

Related Articles