বিনোদন
Trending

বিয়েতে মহাভারত? পাণ্ডব কাহিনীর থিমে বিয়ে! বলিউডে সবই সম্ভব

Randeep Hooda Marraige

The Truth Of Bengal: ২৯ নভেম্বর মণিপুরে সেজে উঠবে বিয়ের আসর। যার থিম আবার মহাভারত। এও সম্ভব? অবাক হওয়ার কিছু নেই মহাকাব্যের থিমেই নাকি বিয়ে করতে চলেছেন রণদীপ। মনসুন ওয়েডিং’ সিনেমার মাধ্যমে নিজের বলিউডে সফর শুরু করেছিলেন। এবার নিজের ‘ওয়েডিং’-প্ল্যান জানালেন বলিউড অভিনেতা রণদীপ হুডা।

অবশেষে ব্যাচেলর তকমা ঘোচাতে চলেছেন অভিনেতা রনদীপ হুডা। আগামি ২৯ নভেম্বর বিয়ে করতে চলেছেন তিনি। পাত্রী মণিপুরের কন্যা লিন লাইশরাম। মডেলটার্ন অভিনেত্রী লিনের সঙ্গে বহুদিনের সম্পর্কে আছেন রনদীপ। গতবছর দিওয়ালিতে দুজনের একসঙ্গে ছবিও পোস্ট করেছিলেন তিনি।

শোনা যাচ্ছে আগামি ২৯ নভেম্বর মণিপুরে সেজে উঠবে বিয়ের আসর। যার থিম আবার মহাভারত। অবাক হওয়ার কিছু নেই মহাকাব্যের থিমেই নাকি বিয়ে করতে চলেছেন রণদীপ। আর তা হবে মণিপুরে। কেন এমন ভাবনা? মণিপুরের সঙ্গে মহাভারতের যে যোগসূত্র রয়েছে তা মাথায় রেখেই নাকি এমনটা ভাবা হয়েছে বলে খবর। মহাভারতের অর্জুন মন দিয়েছিলেন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা। আর রনদীপ মন দিয়েছে লিন-এ। তাই বিয়ের থিম হিসেবে মহাভারতকেই বেছে নিয়েছেন তাঁরা।

একদম সাদামাটাভাবে বিয়ের অনুষ্ঠান হবে বলে খবর। মণিপুরে আত্মীয় ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই মণিপুরি রীতি মেনে বিয়ে করবেন রণদীপ ও লিন। বিয়েতে কোনও নামী ডিজাইনারের পোশাক তাঁরা পরবেন না। তার বদলে মণিপুরের ট্র‍্যাডিশনাল পোশাকেই মালা বদল  করবেন রনদীপ ও লিন। পরে অবশ্য মুম্বইয়ে রিসেপশন পার্টি হবে বলে খবর।

Free Access

Related Articles