দেশ

রাজস্থানে শুরু হল বিধানসভা নির্বাচন, কংগ্রেস না বিজেপি! কার দখলে রাজপুতানা?

rajasthan assembly election, latest update

The Truth Of Bengal : শনিবার থেকে শুরু হল বিধানসভা নির্বাচন। ২০০টি আসনের জন্য এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ চলবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে কমিশন।মূলত কংগ্রেস বনাম বিজেপির দ্বৈরথ চলছে জোরদার। বর্তমান ক্ষমতায় রয়েছে কংগ্রেস। ভোটের দিন রাজস্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যজুড়ে মোতায়েন করা হয়েছে ১ লাখেরও বেশি পুলিশ সদস্য। ভোটের ফলাফলের উপর নির্ভর করবে রাজস্থানের রাজনীতির ভবিষ্যৎ।

সুতরাং বুঝতেই পারছেন পরিবর্তন না প্রত্যাবর্তন এই নিয়েই চর্চা চলছে। পুরনো ট্রাডিশন অনুযায়ী রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় ফিরবে নাকি বিজেপির হাইটেক প্রচার এবার বহু গুণে কাজে দেবে সেটা নিয়েই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কংগ্রেস দাবি করছে, তারা আবারও রাজস্থানের ক্ষমতায় ফিরবে। দলের সভাপতি সোনিয়া গান্ধী, সাধারণ সম্পাদক রাহুল গান্ধী সহ শীর্ষ নেতারা রাজ্যে প্রচার করেছেন। তারা রাজ্যের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে ভোটারদের সমর্থন চেয়েছেন|

অন্যদিকে বিজেপির দাবি, তারাই রাজস্থানের ক্ষমতায় আসবে। দলের সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেট্টি সহ শীর্ষ নেতারা রাজ্যে প্রচার করেছেন। তারা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বেকারত্ব, দারিদ্র্য ইত্যাদি বিষয় নিয়ে কংগ্রেস সরকারের সমালোচনা করেছেন। ভোটের ফলাফল কী হবে তা এখনই বলা মুশকিল। দুটি দলের মধ্যেই সমর্থনের পারস্পরিক প্রতিযোগিতা রয়েছে। ভোটের ফলাফলের উপর নির্ভর করবে রাজস্থানের রাজনীতির ভবিষ্যৎ।

 

FREE ACCESS

Related Articles