
The Truth of Bengal: ছোটপর্দায় তাঁর প্রথম প্রযোজিত গানের ওপারে ইতিহাস সৃষ্টি করেছিল বাংলা টেলিভিশনের দুনিয়ায়। কিন্তু এখন যুগ বদলেছে, তবুও নতুন এই সিরিয়াল নিয়ে যথেষ্ট আশাবাদী প্রযোজকছোট পর্দায় আবার কাম ব্যাক করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও এবার অভিনেতা নয়। ফিরছেন প্রযোজক হিসেবে। খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন সিরিয়াল ‘আলোর কোলে’। ধারাবাহিকে অভিনয় করবেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই নায়িকা এবং এক নায়ক।
স্বীকৃতি মজুমদার, কৌশিক রায় ও সোমু সরকার প্রত্যেকেই টেলিভিশনের বেশ পরিচিত মুখ। এছাড়াও রয়েছে এক খুদে। যাকে ঘিরে সম্পূর্ণ গল্প দানা বেঁধেছে। তার চরিত্রে রয়েছে নবাগতা রিষিতা নন্দী। মা হারা একটি বাচ্চা মেয়ের কাছে কিভাবে মা হয়ে ওঠে অন্য আরেক নারী সেটা নিয়েই তৈরি হয়েছে সম্পূর্ণ গল্প। নিজের প্রযোজনা সংস্থা এনআইডিয়াস এর জন্য বেছে নেওয়া এই গল্পটিকে নিয়ে কি বললেন প্রসেনজিৎ শুনবো। দীর্ঘ ১২ বছর বাদে আবার টেলিভিশনে ফিরছেন অভিনেতা।
টেলিভিশনের রীতিমতো মোড় ঘোরানো ধারাবাহিক গানের ওপারে এর পর কনকাঞ্জলি সিরিয়ালের প্রযোজক ছিলেন তিনি। তারপর একটা গোটা যুগ। পাল্টেছে ধারাবাহিকের ধরন। পাল্টেছে দর্শক। বর্তমানে টিআরপির লড়াই একটা বিগ ফ্যাক্টর। সেই সময় দাঁড়িয়ে প্রযোজক হিসেবে তিনি কতটা সর্তক তাই জানালেন প্রযোজক প্রসেনজিৎ। আগামী ২৭ শে নভেম্বর থেকে টেলিভিশনের পর্দায় আসতে চলেছে আলোর কোলে। আর মাত্র কটা দিন পরেই টেলিভিশনের পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ প্রযোজিত এই ধারাবাহিক। তবে কাস্টিং ও সিরিয়ালের গল্প নিয়ে প্রযোজক হিসেবে বেশ আশাবাদী প্রসেনজিৎ।