প্রযুক্তি

আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড ফোনের জন্য নয়া উইন্ডোজ অপারেটিং সিস্টেম আনছে মাইক্রোসফট

Android phones

The Truth of Bengal,Mou Basu: কম্পিউটারের পাশাপাশি এবার স্মার্টফোনের জন্যও উইন্ডোজ অপারেটিং সিস্টেম আনতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। Microsoft Ignite 2023 নামক একটি অনুষ্ঠানে একথা ঘোষণা করেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। ভবিষ্যতে মাইক্রোসফটের পণ্য ও পরিষেবায় এআই বা কৃত্রিম মেধার ব্যবহার থাকবে বলেও জানানো হয়েছে। স্মার্টফোনের জন্য উইন্ডোজ অ্যাপ আনার বিষয় জানিয়ে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, নয়া উইন্ডোজ অ্যাপ আইফোন (iOS), আইপ্যাড (iPadOS), ওয়েব আর অ্যান্ড্রয়েড ফোনে চলবে। ব্যবহারকারীরা যে কোনো উইন্ডোজ পিসি, উইন্ডোজ ৩৬৫, Azure Virtual Desktop, Microsoft Dev Box কানেক্ট করতে পারবেন। প্রিভিউতে দেখা যাবে উইন্ডোজ অ্যাপ।
মাইক্রোসফট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনের মতো নানান প্লাটফর্মে ব্যবহার করা যাবে উইন্ডোজ অ্যাপ। এমনকী, ওয়েব ব্রাউজারের ব্যবহার করা যাবে। ডেস্কটপ বা ল্যাপটপে ওয়েব ব্রাউজারে উইন্ডোজ অ্যাপ ব্যবহার করলে আলাদা করে কোনো সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল করতে হবে না। উইন্ডোজ অ্যাপ কাস্টোমাইজেবল হোম স্ক্রিন হিসাবে কাজ করবে। মাইক্রোসফটের এখনকার ক্লাউড পিসি সার্ভিসের সব পরিষেবা পাওয়া যাবে।
আর কী কী ফিচার পাওয়া যাবে?
মাল্টিপল মনিটর সাপোর্ট, কাস্টম ডিসপ্লে রেজোলিউশন, ডায়ানামিক ডিসপ্লে রেজোলিউশন অ্যান্ড স্কেলিং, ডিভাইস রিডিরেকশন আর মাইক্রোসফট টিম অপটিমাইজেশন।

Related Articles