
The Truth of Bengal: আইটি ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যেতে বাংলার গুরুত্ব অপরিসীম। মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মঞ্চ থেকে তা জানালেন উইপ্রোর চেয়ারম্যান রিশাদ প্রেমজি। উইপ্রোর চেয়ারম্যান বলেন, সল্টলেকের পাশাপাশি রাজারহাটে সেকেন্ড ক্যাম্পাসে ৫০ একর জমির উপর ২০০ কোটির বিনিয়োগে শিল্পস্থাপনের কাজ হচ্ছে।
সেই কাজ অতি দ্রুততার সঙ্গে এগোচ্ছে। বাংলায় আমরা আরও বিনিয়োগ করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ করার পরিকল্পনা করছি। শুধু তাই নয়, রাজ্যে উচ্চমানের হাসপাতাল ও শিক্ষাক্ষেত্রেও বিনিয়োগ করতেও প্রস্তুত আমরা।
এগুলি রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার আমাদের সর্বদিক দিয়ে সহযোগিতা করছেন। তিনি আদর্শ পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমাদের বিশ্বাস, আগামী দিনে জোয়ার আসবে বাংলার শিল্পক্ষেত্রে।